IQNA

সৌদি আরবে ইয়েমেনের ড্রোন হামলা

0:06 - August 18, 2019
সংবাদ: 2609097
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র বাহিনী আজ (শনিবার) দশটি ড্রোনের সাহায্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি'র বরাত দিয়ে আল-মাসিরা টিভি চ্যানেল এ খবর দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এটিই ইয়েমেনিদের সর্ববৃহৎ ড্রোন হামলা বলে জানা গেছে। আজ যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো সৌদি আরবের সর্ববৃহৎ তেল কোম্পানি 'আরামকো'র বলে ইয়েমেন জানিয়েছে। হামলার শিকার তেল স্থাপনাগুলোর মধ্যে শোধনাগার ও সংরক্ষণকেন্দ্রও রয়েছে। এগুলো আরব আমিরাতের সীমান্তে অবস্থিত।

সৌদি ও আমিরাতি জোটের আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল সারি। তিনি বলেছেন, "আমরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো থেকে বিদেশি কোম্পানিগুলো এবং বেসামরিক লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ সৌদি আরবে আমাদের হামলার তীব্রতা প্রতিদিনই বাড়ছে। ভবিষ্যতে এসব হামলা শত্রুদের জন্য আরো বেদনাদায়ক পরিণতি ডেকে আনবে।"

তিনি বলেন, আগ্রাসী শক্তির যুদ্ধ বন্ধ করা ছাড়া এখন আর কোন উপায় নেই। তাদেরকে অবশ্যই ইয়েমেনিদের ওপর থেকে অবরোধও তুলে নিতে হবে।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। iqna

captcha