IQNA

ইরান রোহিঙ্গা মুসলমানদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে: ইরানের প্রেসিডেন্ট

1:57 - August 19, 2019
সংবাদ: 2609103
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার গতকাল(রোববার) ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির কাছে পরিচয়পত্র পেশ করেছেন। ড. রুহানি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যের সঙ্গে পরিচয়পত্র গ্রহণ করে বলেন, বাংলাদেশের সঙ্গে ইরানের সুসম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক আরও জোরদারে তার দেশ প্রস্তত রয়েছে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বাংলাদেশ সরকার রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দেওয়ায় ধন্যবাদ জানান তিনি। রুহানি বলেন, রোহিঙ্গা মুসলমানদেরকে অন্যায়ভাবে মিয়ানমার থেকে বের করা হয়েছে। ইরান রোহিঙ্গা মুসলমানদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার রাষ্ট্রপতি আব্দুল হামিদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ রয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির চিত্র তুলে ধরে আরও বলেন, "বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, কানেকটিভিটি, পর্যটন, নীল অর্থনীতি ‌এবং জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য ও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।"

রোহিঙ্গা শরণার্থীদের প্রতি ইরানের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য ড. রুহানিকে ধন্যবাদ জানান বাংলাদেশের রাষ্ট্রদূত গওসোল আযম সরকার।   iqna

captcha