IQNA

আদালতে হাজির সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

0:10 - August 20, 2019
সংবাদ: 2609109
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৩০ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটার পর সুদানের সাবেক প্রেসিডেন্ট এবার দুর্নীতির মামলায় আদালতে হাজির হয়েছেন। চলতি বছর এপ্রিলে প্রায় মাসব্যাপী বিক্ষোভের পর ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট ওমর আল-বশির। সোমবার (১৯ আগস্ট) সুদানের একটি আদালতে হাজির হন সাবেক এই প্রেসিডেন্টযদিও তার আইনজীবী এই মামলাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জুনে, প্রসিকিউটররা প্রেসিডেন্টের বাড়িতে শস্যের বস্তার মধ্যে প্রচুর বৈদেশিক মুদ্রার সন্ধান পাওয়ার কথা জানিয়েছিলেন। রবিবার দেশটির গণতন্ত্রপন্থী নেতাকর্মী এবং সামরিক নেতারা নির্বাচনের পথ সুগম করার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

সুদানের রাজধানী খার্তুমের আদালতের বাইরে ভারী নিরাপত্তা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি একটি বিশাল সামরিক বহর নিয়ে আদালতে হাজির হয়েছিলেন।

বশিরের বিরুদ্ধে 'বৈদেশিক মুদ্রা রাখা, দুর্নীতি এবং অবৈধভাবে উপহার গ্রহণ' সম্পর্কিত অভিযোগ দায়ের করা হয়। এপ্রিলে বশিরের বাড়ি থেকে ১১৩ মিলিয়ন ডলারের (৯৯ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড) মূল্যবান বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। বহিস্কৃত এই রাষ্ট্রপতির বিচার জুলাইতে হওয়ার কথা থাকলেও তা নিরাপত্তার কারণে স্থগিত হয়েছিল।   iqna

captcha