IQNA

ইসরাইলের দর্প চূর্ণ করে দিয়েছে হিজবুল্লাহ: মার্কিন বিশেষজ্ঞ

0:25 - September 03, 2019
সংবাদ: 2609187
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক কেভিন ব্যারেট বলেছেন, ইসরাইলের দ'র্প চূ'র্ণ করে দিয়েছে লেবাননের ইসলামি সশ'স্ত্র সংগঠন হিজবুল্লাহ।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রবিবার হা'মলার মাধ্যমে একথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে, ইসরাইল ইচ্ছা করলেই লেবাননের উপর হা'মলা চালাতে পারবে না।

রবিবার হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক যানের উপর রকেট হামলা চালায় এবং এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে সম্ভবত ইসরায়েলের নর্দান ডিভিশনের কমান্ডার নিহত হয়েছেন।

কেভিন ব্যারেট আরও বলেন, হিজবুল্লাহর হা'মলার মাধ্যমে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, লেবাননের উপর ইচ্ছামতো হা'মলা চালাতে সক্ষম নয় তেল আবিব। ইসরাইল ২০০০ এবং ২০০৬ সালে পাইকারি হারে লেবাননের উপর হামলা চালায় এবং শত শত মানুষ নিহ'ত হয়।

মার্কিন এই বিশেষজ্ঞ আরও বলেন, হিজবুল্লাহর এই হা'মলার মাধ্যমে আরও একটি বিষয় পরিষ্কার হয়েছে যে, তারা বেসা'মরিক ল'ক্ষ্যব'স্তুর ওপর আ'ঘা'ত হা'নতে ইচ্ছুক নন বরং তারা ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুর ওপর আ'ঘা'ত হে'নে'ছে।

তিনি বলেন, হিজবুল্লাহ হচ্ছে সশস্ত্র একটি সংগঠন যারা ইসরায়েলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তবে ওই দুই হা'মলায় হিজবুল্লার প্রতিরোধ গড়ে তোলার পর ইসরাইল পিছু হটতে বাধ্য হয়। সূত্র : প্রেসটিভি

 

captcha