IQNA

পরমাণু কর্মসূচির কার্যক্রম জোরদার করা হবে: রুহানির হুঁশিয়ারি

9:26 - September 05, 2019
সংবাদ: 2609201
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ২০১৫ সালের পরমাণু সমঝোতা বাঁচানোর উপায় নিয়ে তার দেশ ও ইউরোপে মধ্যে কোনো চুক্তিতে পৌঁছার সম্ভাবনা নেই। পরমাণু সমঝোতার আওতায় ইরান তার প্রতিশ্রুতি স্থগিতের তৃতীয় পর্যায়ে প্রবেশ করার ঘোষণা দেবে বলেও জানান রুহানি।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: প্রেসিডেন্ট রুহানির যোগাযোগ এবং তথ্য বিষয়ক উপপ্রধান পারভিজ ইসমাইলি প্রেসিডেন্টের বক্তব্যের বরাত দিয়ে আজ (বুধবার) বলেছেন, "এখন অথবা ভবিষ্যতেও ইউরোপের সঙ্গে কোনো ফলাফলে পৌঁছার সম্ভাবনা নেই। আমরা পরমাণু সমঝোতা স্থগিতের ৩য় পর্যায়ের পদক্ষেপ ঘোষণা দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা ইরানের আণবিক শক্তি সংস্থা বা এএইওআই'র কার্যক্রম জোরদার করবো।"

প্রেসিডেন্ট রুহানি পরমাণু সমঝোতার ব্যাপারে তৃতীয় পর্যায়ের প্রতিশ্রুতি স্থগিতের পদক্ষেপকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, তেহরান যে পদক্ষেপ নিতে যাচ্ছে তা তাৎপর্যপূর্ণ এবং এটি বড় ধরনের প্রভাব সৃষ্টি করবে। প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের আণবিক শক্তি সংস্থা বা এএইওআই'র কার্যক্রম জোরদার করা হবে। ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটানোর জন্য পরমাণু সমঝোতায় স্বাক্ষরিত ইউরোপের দেশগুলো-ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি আরো দুই মাস সময় পাবে বলে জানান রুহানি।   iqna

captcha