IQNA

ইসরাইলকে কখনোই স্বীকৃতি না দেয়ার ঘোষণা দিল পাকিস্তান

11:17 - September 13, 2019
সংবাদ: 2609229
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে কখনোই স্বীকৃতি না দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বলেছেন, তার দেশ কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেবে না।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে, মোহাম্মাদ ফয়সাল বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে গোপন যোগাযোগের কোনো ঘটেনি। কারণ পাকিস্তান ইসরাইলকে কখনোই স্বীকৃতি দেবে না।

তিনি জানান, পাকিস্তান বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং ইসলামাবাদ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে। আমটি নিউজ২৪

captcha