IQNA

পশ্চিম তীর ইস্যুতে নেতানিয়াহুর বিরুদ্ধে ইউরোপের ৫ দেশ

11:59 - September 13, 2019
সংবাদ: 2609231
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখল করার পরিকল্পনার প্রতিবাদে তীব্র সমালোচনা করেছে ইউরোপের ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখল করার যে পরিকল্পনা ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের পাঁচটি দেশ।

বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, নেতানিয়াহুর দখল পরিকল্পনার কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে মারাত্মক রকমের উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এছাড়া, দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রক্রিয়াও বিপর্যয়ের মধ্যে পড়তে পারে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব ও মাদ্রিদ চুক্তি অনুসারে তেল আবিবের উচিত আলোচনার পথে ফিরে আসা।

কৃষ্ণসাগর উপকূলবর্তী সোচি শহরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজই যুদ্ধবাজ নেতানিয়াহুর বৈঠকে বসার কথা রয়েছে। মঙ্গলবার এ সফরের সময়সূচি ঘোষণা করা হয়। আগামী ১৭ সেপ্টেম্বর ইসরাইলে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার ৫ দিন আগে এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত এপ্রিল মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নেতানিয়াহু সর্বশেষ বৈঠক করেছে।

নেতানিয়াহু মঙ্গলবার সন্ধ্যায় টেলিভিশনে দেয়া ভাষণের ঘোষণা করেছে, তিনি নির্বাচিত হতে পারলে পশ্চিম তীরের জর্ডান উপত্যকাকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করবে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমন্বয় করবে বলেও ঘোষণা করে নেতানিয়াহু।  iqna

captcha