IQNA

সামরিক বাহিনীর মুখপাত্র:

ইয়েমেনের হুথি যোদ্ধা ও সামরিক বাহিনীর সক্ষমতার প্রকৃত উদাহরণ তুলে ধরা হয়েছে

23:36 - September 19, 2019
সংবাদ: 2609257
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, সৌদি আরবের আরামকো তেল স্থাপনার উপর তার দেশের সেনারা যে ড্রোন হামলা চালিয়েছে তার মাধ্যমে ইয়েমেনের হুথি যোদ্ধা ও সামরিক বাহিনীর সক্ষমতার প্রকৃত উদাহরণ তুলে ধরা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জেনারেল সারিয়ি বলেন, “আমাদের সামরিক বাহিনী তাদের সক্ষমতা এবং যোগ্যতার দিক দিয়ে উচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং রেকর্ড পরিমাণ অল্প সময়ের মধ্যে তারা বিভিন্ন ধরনের ড্রোন তৈরি করতে পারে। আগ্রাসী শক্তির বিরুদ্ধে পাল্টা জবাব হিসেবে আরামকো স্থাপনার উপর যে ড্রোন হামলা চালানো হয়েছে সেটি হচ্ছে সামরিক বাহিনীর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়নের চমৎকার উদাহরণ।”

গতকাল সন্ধ্যায় রাজধানীর সানায় এক সংবাদ সম্মেলনে মুখপাত্র সারিয়ি এসব কথা বলেন। তিনি বলেন, “আরমকো হামলার মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে এই বার্তা দিয়েছি যে, ইয়েমেনের জনগণ সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। তারা আমাদের ওপর যেসব দেশ হামলা চালাচ্ছে তাতে তাদের দেশের একেবারে গভীরে আঘাত হানার বৈধ অধিকার আমাদের রয়েছে।”

জেনারেল সারিয়ি বলেন, সৌদি আরবের আরামকো তেল স্থাপনার ওপর নিখুঁতভাবে হামলা চালানো সম্ভব হয়েছে শুধুমাত্র গোয়েন্দা তথ্যের ওপরে ভিত্তি করে। iqna

captcha