IQNA

ফিলিস্তিনিদের জন্য যুদ্ধ গিয়ে ২৮ বছর পর ফিরছেন বাংলাদেশি

23:14 - September 21, 2019
সংবাদ: 2609270
ফিলিস্তিনিদের জন্য যুদ্ধ গিয়ে ২৮ বছর পর লেবানন থেকে দেশে ফিরছেন এক বাংলাদেশি। নিপীড়িত ফিলিস্তিনিদের সহায়তা করতে আশির দশকে দেশ ছাড়েন তিনি।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার শুক্রবার সাংবাদিকদের বলেন, যাচাই-বাছাইয়ের পর আবু সামা নামে ওই বাংলাদেশিকে তার জেলা মৌলভীবাজারে ফিরতে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছেন তারা।

দূতাবাসের পক্ষ থেকে তাকে একটি বিমান টিকিটও দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, টিকিট নিতে আজকে উনি এসেছিলেন। রোববার বিকালে দেশের উদ্দেশে লেবানন ছাড়বেন তিনি। সোমবার সকাল ১০টায় ঢাকা পৌঁছাবেন।

captcha