IQNA

সরকার শিয়া মুসলমান ছাড়াও আহলে সুন্নতদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : শেখ জাকজাকির মেয়ে

22:38 - December 22, 2015
3
সংবাদ: 3468425
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা শেখ জাকজাকির মেয়ে নাসিবা ইব্রাহিম জাকজাকি বলেছেন: “নাইজেরিয়ান সরকার শিয়া ছাড়াও আহলে সুন্নতদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে”।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি নাসিবা ইব্রাহিম জাকজাকি এক বিবৃতিতে বলেছেন: "আমি শিয়া মুসলমান নয়। আমি শুধুমাত্র একজন মুসলমান এবং আমার মুসলমান নামের আগে কোন শব্দই আসবে না।
নাইজেরিয়ার শিয়া মুসলমানদের নেতা শেখ জাকজাকির মেয়ে নাসিবা ইব্রাহিম জাকজাকি বলেছেন: নামের কারণে ইসলামকে কয়েক ভাগে বিভক্ত করা হয়েছে। তবে ইসলাম একটাই আর সেটা হযরত মুহাম্মাদ (সা.)এর নিকট থেকে আমাদের নিকটে পৌঁছেছে।
তিনি আরও বলেন: ‘মুসলমানদের বিভক্ত করার জন্য আমাদের -শিয়া মুসলিম, সুন্নি মুসলিম নাইজেরিয়ান মুসলিম, আমেরিকান মুসলিম, আধুনিক মুসলিম, এবং মধ্যপন্থী মুসলিম -সহ অন্যান্য নামসমূহ গ্রহণ করা উচিত নয়।
নাসিবা বলেন: নাইজেরিয়ার ইসলামী আন্দোলন দল যখন তৈরি হয় তখন এদলের অধিকাংশ সদস্য আহলে সুন্নতের অনুসারী ছিল এবং তখনও এদলের সদস্যদের ওপর নাইজেরিয়ান সরকার হামলা চালিয়ে অনেককে নিহত, আহত এবং গ্রেফতার করেছে। এর কারণ হচ্ছে তাদেরকে দুর্নীতিপরায়ণ ও অত্যাচারী সরকারের জন্য হুমকি স্বরূপ দেখত। কারণ, আমরা নাইজেরিয়ার অত্যাচারী শাসকের নিপাত চেয়েছি।
জাকজাকির কন্যা আরও বলেন: ফিলিস্তিনির অধিকাংশ জনগণ আহলে সুন্নত এবং তাদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে যেয়ে গত বছর বিশ্ব কুদস দিবসে আমার তিন ভাই শহীদ হয়েছে। তার মজলুম মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা শেখ ইব্রাহীম জাকজাকি নিজের বাড়িতে সামরিক হামলায় গুরুতর আহত হয়েছেন এবং তার তিন পুত্র শহীদ হয়েছে।
নাইজেরিয়ার কর্মীরা বলছেন, গত সপ্তাহে নাইজেরিয়ার সেনাবাহিনীর  হামলায় শেখ ইব্রাহীম জাকজাকির তিন ছেলে এবং বড় বোন শহীদ হয়েছেন।
নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা শেখ ইব্রাহীম জাকজাকির মোট ৯টি সন্তান যার মধ্যে ৭টি ছেলে আর ২টি মেয়ে।
বর্তমানে তার এক ছেলে "মুহাম্মাদ" এবং দুই মেয়ে নাসিবাহ এবং সোহেলা জীবিত আছেন।
শেখ জাকজাকির সন্তানদের নাম নিম্নরূপ:
১- মোহাম্মদ (জীবিত)
২-আহমদ (শহীদ)
৩- মাহমুদ (শহীদ)
৪- হামিদ (শহীদ)
৫- হামাদ (শহীদ)
৬- হুমাইদ (শহীদ)
৭-আলী হায়দার (শহীদ)
৮-ডা. "নাসিবা" (জীবিত)
৯- সোহেলা (জীবিত - আহত হয়েছে)
3468304

আল্লামা জাকজাকি এবং তার ছয় ছেলে

 

 

 

প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Md. Joynal abedin
0
0
I Like This.
bgjcsaex
0
0
20
vtdgqupr
0
0
20
captcha