IQNA

শেখ যাকযাকির মুক্তির দাবীতে নাইজেরিয়ায় বিক্ষোভ + ছবি

23:03 - January 20, 2017
সংবাদ: 2602397
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের প্রধান "শেখ ইব্রাহিম ইয়াকুব যাকযাকি" এবং তার স্ত্রীর অনতি বিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে সেদেশের মুসলমানেরা শহর ও গ্রামে বিক্ষোভ প্রদর্শন করছে।

বার্তা সংস্থা ইকনা: শেখ ইব্রাহিম ইয়াকুব যাকযাকি এবং তার স্ত্রীকে বিনা অপরাধে দীর্ঘদিন আটর রাখার প্রতিবাদে গতকাল (১৯শে জানুয়ারি) নাইজেরিয়ার বিভিন্ন প্রদেশের শহর ও গ্রামে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইতিপূর্বে নাইজেরিয়ার আদালত শেখ যাকযাকি এবং তার স্ত্রীকে ৪৫ দিন পর মুক্তির রায় ঘোষণা করেছে।

কানু শহর সহ সেদেশের সকল প্রদেশের বিক্ষোভকারীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আদালতের রায় মান্য কারার আহ্বান জানিয়েছে এবং অনতি বিলম্বে নিঃশর্ত শেখ যাকযাকি এবং তার স্ত্রীর মুক্তির দাবী জানিয়েছে।

এদিকে শেখ যাকযাকির মুক্তি প্রদানের ইস্যুতে গঠিত কমিটি সংবাদ সম্মেলন করেছে এবং এর মাধ্যমে নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের প্রধানকে মুক্তি না দেওয়ার জন্য সেদেশের সরকারের সমালোচনা করে তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোকে এই ব্যাপারে তদন্ত করার আহ্বান জানিয়েছে।

এর আগে দুই হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়ার কর্মকর্তাদেরকে সেদেশের আইনের প্রতি সম্মান প্রদর্শন করে অনতি বিলম্বে শেখ যাকযাকির মুক্তির দাবী জানিয়েছে।

iqna

শেখ যাকযাকির মুক্তির দাবীতে নাইজেরিয়ায় বিক্ষোভ শেখ যাকযাকির মুক্তির দাবীতে নাইজেরিয়ায় বিক্ষোভ শেখ যাকযাকির মুক্তির দাবীতে নাইজেরিয়ায় বিক্ষোভ শেখ যাকযাকির মুক্তির দাবীতে নাইজেরিয়ায় বিক্ষোভ শেখ যাকযাকির মুক্তির দাবীতে নাইজেরিয়ায় বিক্ষোভ

captcha