IQNA

লেবাননে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

12:54 - March 22, 2017
সংবাদ: 2602759
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ২০শে মার্চে "ত্রিপোলি আযম পুরস্কার" শিরোনামে হেফজে কুরআন এবং তাজবিদের আলোকে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে।
লেবাননে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

বার্তা সংস্থা ইকনা: এই প্রতিযোগিতা 'আযম সমাজ কল্যাণ' আঞ্জুমান এবং দারুল ফাতওয়া'র পক্ষ থেকে লেবাননের বৈরুতে মসজিদুল আমিনে অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, ফুয়াদ সানিভারা, তাম্মাম সালাম, আবদুল লতিফ ডারইয়ান, লেবানন মুফতি, মালেক আল-শায়অর, ত্রিপোলির মুফতি, সালিম সুসান, সীদোন মুফতি, বর্তমান ও সাবেক মন্ত্রী ও সাংসদ সদস্য, আরবি ও ইসলামিক দেশ থেকে অ্যামবাসাডরগণ, ইসলামিক সুপ্রিম কাউন্সিলের সদস্য, লেবাননের শাইখগণ, বিশিষ্ট ব্যক্তিত্ব ও ইসলামী সংগঠন ও প্রতিষ্ঠানের নেতাবর্গ উপস্থিত ছিলেন।

লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি এবং সেদেশের মুফতি আবদুল লতিফ ডারইয়ান এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা রাখেন।

উক্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সৌদি আরব, আলজেরিয়া, কাতার ও ইরাকের ৩২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান শুক্রবারে (২৪শে মার্চে) ত্রিপোলিয় স্থানীয় সময় ১৮:৩০শে এ জেড এম এডুকেশনাল কমপ্লেক্স অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে।

iqna


captcha