IQNA

দুনিয়া ও আখিরাতের শান্তির জন্য ইমাম মাহদীর উপদেশ

0:14 - April 09, 2017
সংবাদ: 2602878
যারা আহলে বাইতের আনুগত্য করবে তারা দুনিয়া ও আখিরাতে আহলে বাইতের সাথে থাকতে পারবে। যেভাবে কারবালায় ইমাম হুসাইনের সাথীরা তার আনুগত্য করেছিলেন এবং তারা আখিরাতেও ইমামের সাথেই থাকবেন।
দুনিয়া ও আখিরাতের শান্তির জন্য ইমাম মাহদীর উপদেশ
বার্তা সংস্থা ইকনা: রজব মাসের যিয়ারতে আমরা পাঠ করি: «عَلَى اللَّهِ بِكُمْ مُقْسِمٌ فِي رَجْعِي بِحَوَائِجِي وَ قَضَائِهَا وَ إِمْضَائِهَا وَ إِنْجَاحِهَا وَ إِبْرَاحِهَا [إِيزَاحِهَا] হে আহলে বাইত! আমরা আল্লাহর কাছে শপথ করেছি এবং আপনাদেরকে আমাদের সকল চাওয়া পাওয়ার জন্য ওসিলা হিসাবে নির্ধারণ করেছি। আর এটা প্রমাণ করে যে আপনার আল্লাহর নিকট কত বেশী প্রিয়।

যিয়ারতে আরও বলা হয়েছে: «وَ شبِشُئُونِي لَدَيْكُمْ وَ صَلاحِهَا»  আমার যে সকল বিসয় আপনাদের হাতে তা আপনাদের উপর অর্পণ করলাম এবং জানি আপনাদের অনুমোদন ছাড়া তা কখনোই ঠিক হবে না।

অপর অংশে বলা হচ্ছে: «وَالسَّلامُ عَلَيْكُمْ سَلامَ مُوَدِّعٍ وَ لَكُمْ حَوَائِجَهُ مُودِعٍ (مُودِعٌ)؛ এই অধম আপনাদেরকে সালাম জানাচ্ছে এবং নিজের সকল চাওয়া পাওয়া আপনাদের হাতে ছেড়ে দিয়েছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছে যে তিনি যেন আবারও আমাকে আপনার কাছে নিয়ে আসে।

হুজ্জাতুল ইসলাম রাব্বানি বলেন: আমরা দোয়া করি যেন পূর্ণতায় পৌছাতে পারি এবং দুনিয়াতে এবং আখিরাতে আহলে বাইতের সাথেই থাকতে পারি। আমরা চাই ইমামদের যখন রাজআত হবে সেই সময়ও যেন আমরা তাদের সাতে দুনিয়াতে ফিরে আসতে পারি। সূত্র:
captcha