IQNA

বৃহত্তম মুসলিম দেশে যিশুর ভাস্কর্য

23:39 - April 23, 2017
1
সংবাদ: 2602942
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। প্রায় ৫ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। রাজধানী জাকার্তা।
অনুসারীদের প্রতি ইমাম মুসা কাজিমের (আ.) উপদেশ
বার্তা সংস্থা ইকনা: ১২শ শতকের দিকে ইন্দোনেশিয়াতে ইসলামের আগমন ঘটে এবং ১৬ শ শতক নাগাদ জাভা ও সুমাত্রার লোকেরা ইসলামে ধর্মান্তরিত হয়ে যায়। তবে ইন্দোনেশিয়া সংখ্যাগঘরিষ্ট মুসলিম হলেও দেশটির বিভিন্ন শহরে ভাস্কর্য রয়েছে। তারা ভাস্কর্যকে শিল্পই মনে করে।

ইন্দোনেশিয়ার মানাদো শহরে অবস্থিত ক্রাইষ্ট ব্লেসিং ভাস্কর্য। এটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুর খ্রিষ্টের ভাস্কর্য। এর উচ্চতা ৫০ মিটার এর মধ্যে দৈর্ঘ্য ৩০ মিটার, প্রস্থ’ ২০ মিটার। এটি ২৫ টন তন্তু, ৩৫ টন স্টিল দিয়ে তৈরি। মানাদোর চিত্রাল্যান্ডের আবাসিক এলাকার সামনেই অবস্থিত ভাস্কর্য।

২০১০ সালে এটি স্থাপনের মধ্য দিয়ে মানাদোকে দিয়েছে নতুন মাত্রা। যিশুর এই ভাস্কর্যটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম ও বিশ্বের চতুর্থ উচ্চতম ভাস্কর্য। এটি নির্মাণে ৩ বছর সময় লেগেছে। তন্তু ও স্টিলে তৈরি এ ভাস্কর্যটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। সূত্র: amadershomoy
অনুসারীদের প্রতি ইমাম মুসা কাজিমের (আ.) উপদেশ
ট্যাগ্সসমূহ: ইন্দোনেশিয়া ، মুসলিম ، দেশ ، ইকনা
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
ddyqwlmv
0
0
20
captcha