IQNA

বাহরাইনের বিপ্লবী আলেমকে স্থগিত কারাদণ্ড দিয়েছে দেশটির সরকার

22:12 - May 21, 2017
সংবাদ: 2603115
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের একটি আদালত দেশটির বর্ষীয়ান আলেম শেখ ঈসা কাসিমকে স্থগিত কারাদণ্ডাদেশ দিয়েছে। তবে তাকে এখনই দু লাখ ৬৫ হাজার ডলার জরিমানা দিতে হবে।
বাহরাইনের বিপ্লবী আলেমকে স্থগিত কারাদণ্ড দিয়েছে দেশটির সরকার

বার্তা সংস্থা ইকনা: আদালতের রায় অনুসারে বিশিষ্ট এ আলেমকে এক বছরের জন্য কারাদণ্ড ভোগ করতে হবে তবে তা তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। শেখ ঈসা কাসিম হচ্ছেন- বাহরাইনের বিলুপ্ত করে দেয়া রাজনৈতিক জোট আল-ওয়েফাকের আধ্যাত্মিক নেতা।

গত বছরের জুন মাসে শেখ ঈসা কাসিমকে বিদেশি স্বার্থে দেশের ভেতরে সাম্প্রদায়িকতা ও সহিংসতা উসকে দেয়ার জন্যঅভিযুক্ত করা হয় এবং তার নাগরিকত্ব কেড়ে নেয় বাহরাইনের রাজতান্ত্রিক হামাদ বিন ঈসা আলে খলিফার সরকার। এছাড়া, তার ৮০ লাখ ডলার মূল্যের সম্পদ ও দুটি বাড়ি জব্দ করার নির্দেশ দিয়েছে।

শেখ কাসিমকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি তার অফিসের দুই কর্মী হোসেইন আল-কাসসাব ও মির্জা আল-দিরাজিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে। বাহরাইনের আদালতের এসব আদেশের বিরুদ্ধে বাহরাইনে হাজার হাজার মানুষ আজ (রোববার) রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। বাহারাইনের আল-ওয়েফাক ন্যাশনাল ইসলামি সোসাইটি বলেছে, শেখ ঈসা কাসিমকে কারাদণ্ড দিয়ে সরকার দেশকে নতুন সংকটের মধ্যে ফেলে দিল।

iqna


captcha