IQNA

মালয়েশিয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কুরআন প্রিন্টিং সেন্টার

23:51 - May 22, 2017
সংবাদ: 2603128
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কুরআন প্রিন্টিং সেন্টার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
মালয়েশিয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কুরআন প্রিন্টিং সেন্টার
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা আহমদ জাহিদ হামিদি বলেছেন: এই কেন্দ্রের নাম "নাশরুল কুরআন" রাখা হয়েছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছে এই কেন্দ্রটি সম্প্রসারণ ও এর প্রযুক্তর উন্নতি করা হবে।
তিনি ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তার শুভেচ্ছা বক্তৃতায় বলেন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সিদ্ধান্ত নিয়েছেন "নাশরুল কুরআন" প্রিন্ট কেন্দ্রটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কুরআন প্রিন্ট কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।
আশাকরা হচ্ছে, এই কেন্দ্র থেকে প্রতি বছর পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি প্রিন্ট করা হব। তবে বছরে ৩০ লাখ পাণ্ডুলিপি প্রিন্ট করার ক্ষমতা এই কেন্দ্রের থাকবে।
উক্ত কেন্দ্র থেকে ইংরেজি, চীনা, বাহাসা, থাই, রাশিয়ান সহ অন্যান্য ভাষায় অনুদিত কুরআন প্রিন্ট করা হবে।
মালয়েশিয়ায় ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ক্বিরাত ও হেফজ বিভাগে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতা ১৫ থেকে ২০শে মে পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতায় ক্বিরাত বিভাগে শীর্ষ স্থানের অধিকারী হয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হামেদ আলীজাদে।
iqna




captcha