IQNA

ওহীর দেশে ৫০ লাখ ২৮ হাজার হাজীর প্রবেশ

15:10 - August 12, 2017
সংবাদ: 2603618
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পাসপোর্ট জেনারেল অফিস ঘোষণা করেছে, পবিত্র হজের অনুষ্ঠান পালন করার জন্য ১০ আগস্ট পর্যন্ত ৫০ লাখ ২৮ হাজারের অধিক হাজী সৌদি আরবে প্রবেশ করেছে।
ওহীর দেশে ৫০ লাখ ২৮ হাজার হাজীর প্রবেশ
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের পাসপোর্ট জেনারেল অফিস ঘোষণা করেছে, পবিত্র হজের অনুষ্ঠান পালন করার জন্য ১০ আগস্ট পর্যন্ত ৫০,২৮,৮৪৬ জন হাজী সৌদি আরবে প্রবেশ করেছে। জরিপ অনুযায়ী, এপর্যন্ত হাজির সংখ্যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতি বারের মধ্যে যে পরিমাণ হাজী সৌদি আরবে প্রবেশ করেছে তা গত বছরের তুলনায় ৬৫,৫৫০ জন বেশী।
উল্লেখ্য, এ পর্যন্ত আকাশ পথে ৫২,৪২৩৪ এবং স্থল পথে ৪৬১২ জন হাজী সৌদি আরবের প্রবেশর করেছে।
iqna


 

ট্যাগ্সসমূহ: সৌদি ، পাসপোর্ট ، দেশ ، হাজী ، ওহী ، ইকনা
captcha