IQNA

স্পেনে বার্সেলোনায় পথচারীদের ওপর সন্ত্রাসী হামলায়, নিহত ১৩

23:32 - August 18, 2017
সংবাদ: 2603655
আন্তর্জাতিক বিভাগ: স্পেনের বার্সেলোনায় পথচারীদের ওপর কাভার্ডভ্যান উঠিয়ে ১৩ জনকে হত্যার পর দ্বিতীয় দফা হামলার চেষ্টা হয়েছে দেশটির অন্য একটি শহরে। তবে এবারের হামলা ঠেকিয়ে দিয়েছে দেশটির পুলিশ। হামলার চেষ্টার আগেই পাঁচ হামলাকারী গুলি করে হত্যা করা হয়েছে বলে দেশটির পুলিশ দাবি করছে।
স্পেনে বার্সেলোনায় পথচারীদের ওপর সন্ত্রাসী হামলায়, নিহত ১৩
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: স্পেনের মিডিয়ার বরাত দিয়ে বলা হয়েছে, ক্যামব্রিলস বন্দরের কাছে একটি ভ্যান কয়েকজন লোককে ধাক্কা দিয়ে আহত করে। এর পরপরই পুলিশ গুলি করে চারজনকে হত্যা করে।

এর আগে গতকাল বিকালে বার্সেলোনার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাস রামব্লাসে কাভার্ড ভ্যান পথচারীদের ওপর উঠিয়ে দিলে ১৩ জন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। পুলিশ একে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।

গত বছরের জুলাই থেকে ইউরোপের বিভিন্ন দেশে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়ে হামলা চালিয়েছে জঙ্গি। নিস, বার্লিন, লন্ডন এবং স্টকহোমে এই ধরনের হামলায় শতাধিক লোক মারা যায়।

এদিকে, গতকালের এ হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। সন্ত্রাসীদের কথিত সংবাদ সংস্থা ‘আমাক’ বলেছে, বার্সেলোনায় যারা হামলা চালিয়েছে, তারা তাদের যোদ্ধা। হামলাকে তারা প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে।
captcha