IQNA

নতুন প্রজন্মের মধ্যে ঈমানি চেতনার বিকাশ সাধন প্রয়োজন: রাহবার

22:26 - August 21, 2017
সংবাদ: 2603666
আন্তর্জাতিকি ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা এবং ইসলামি বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, যুব প্রজন্মকে ধর্মীয় ও বিপ্লবী প্রশিক্ষণ দেয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে এবং তাদের মধ্যে বিপ্লবী ও জিহাদি চেতনা জোরদার করা সাংস্কৃতিক বিভাগের সবারই দায়িত্ব।
নতুন প্রজন্মের মধ্যে ঈমানি চেতনার বিকাশ সাধন প্রয়োজন: রাহবার
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ (সোমবার) ইরানের হামেদান ও ইয়াজদ প্রদেশের সংস্কৃতি-সেবী নেতা-কর্মীদের এক সমাবেশে এই পরামর্শ দেন।
নানা অঙ্গনে বিপ্লবী তৎপরতা জোরদার করা ও এ জন্য উৎসাহ দেয়া এবং মদদ যোগানো সাংস্কৃতিক নেতা-কর্মীদের দায়িত্ব বলে ইরানের সর্বোচ্চ নেতা জোর দেন।   
বর্তমান দুনিয়ায় যুব সমাজকে বিভ্রান্ত করার ব্যাপক ক্ষেত্র ছড়িয়ে রাখার কথা তুলে ধরে তিনি বলেছেন, যুব সমাজকে সুপথ দেখানো ও তাদের উন্নয়নের জন্যও বড় ধরনের অনেক ক্ষেত্র আর ক্ষমতা রয়েছে।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সিরিয়ায় ইসলামী স্বেচ্ছাসেবী প্রতিরোধ বাহিনীর ইরানি সদস্য শহীদ মোহসেন হুজ্জাজিকে ইসলামী ও বিপ্লবী ধারা বিকাশের দৃষ্টান্ত বলে অভিহিত করেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন: শহীদ হুজ্জাজি অন্ধকার জগতের হাতছানি-ছড়ানো অজস্র অডিও-ভিজুয়াল চ্যানেলের এই বর্তমান দুনিয়ায়ও নিজেকে এমন উজ্জ্বলভাবে মেলে ধরেছেন এবং মহান আল্লাহ তাকে খোদায়ী নিদর্শনের মতই সবার চোখের সামনে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন।
ইরানি যুব সমাজের মধ্যে যে বিপ্লবী শক্তি ও সম্ভাবনা রয়েছে তা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, কর্মকর্তাদের এমনভাবে কাজ করতে হবে যাতে সাংস্কৃতিক ও শিক্ষা অঙ্গনে এবং প্রচারের ময়দানে বিপ্লবী ধারাগুলোই জোরদার হয়।
iqna





captcha