IQNA

মুম্বাইয়ের আদালতে জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগপত্র

18:08 - October 30, 2017
সংবাদ: 2604202
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির প্রতিষ্ঠাতা ভারতের নাগরিক জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

বার্তা সংস্থা ইকনা: বৃহস্পতিবার মুম্বাইয়ের বিশেষ আদালতে নায়েকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা।

তার বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানো এবং ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

বিতর্কিত মুসলিম ধর্ম প্রচারককে ‘পলাতক’ ঘোষণা করেছে এনআইএ। পাশাপাশি ৫৮ পাতার অভিযোগপত্রে তার দুই সংস্থার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এর আগে নায়েকের ১০টি অফিসে একসঙ্গে হানা দিয়েছিল এনআইএ।

ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি হামলার তদন্তে ভারতে গিয়েছিল বাংলাদেশের তদন্তকারী দল। সন্ত্রাসবাদী হামলার সঙ্গে ধর্ম প্রচারকের যোগ পায় তারা।

তখনই নয়াদিল্লির তরফেও জানানো হয়, নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের অভিযোগ রয়েছে এবং তার ওপর নজর রাখা হচ্ছে। এরপরই ভারত, বাংলাদেশ, ব্রিটেন ও কানাডাতে নিষিদ্ধ ঘোষণা করা হয় জাকির নায়েকের পিস টিভি। তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে মালয়েশিয়া।

এদিকে তার বিরুদ্ধে অভিযোগ উঠতেই গা ঢাকা দেন নায়েক। স্পষ্ট না হলেও তিনি সম্ভবত সৌদি আরবে রয়েছেন বলে সূত্রের খবর। ভারতে ফিরলেই যে নায়েককে গ্রেপ্তার করা হবে, তা আগেই স্পষ্ট করেছিল এনআইএ। এবার অভিযোগপত্র জমা পড়ায় তা নিয়ে কোনও সন্দেহ রইল না।

প্রসঙ্গত, অভিযোগপত্রে গুলশান হামলার উল্লেখ করেনি জাতীয় তদন্ত সংস্থা। ভোরের কাগজ

captcha