IQNA

ইমাম হুসাইন (আ.)এর মাযারের পক্ষ থেকে ইন্দোনেশিয়ায় কুরআনের ৩৫০ শিক্ষকের প্রশিক্ষণ

23:52 - December 23, 2017
সংবাদ: 2604626
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের ইমাম হুসাইন (আ.)এর দারুল কুরআনের ইন্দোনেশিয়ান শাখায় পবিত্র কুরআনেরে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার জন্য এপর্যন্ত ১৫টি কোর্স সম্পন্ন করা হয়েছে।

 ইমাম হুসাইন (আ.)এর মাযারের পক্ষ থেকে ইন্দোনেশিয়ায় কুরআনের ৩৫০ শিক্ষকের প্রশিক্ষণ

বার্তা সংস্থা ইকনা: ১৫তম কোর্সে ১৬ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করছে। এ নিয়ে শুরু থেকে এপর্যন্ত পবিত্র কুরআনের ৩৫০ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ইন্দোনেশিয়ায় অবস্থিত ইমাম হুসাইন (আ.)এর মাযারের দারুল কুরআন আন্তর্জাতিক কেন্দ্রের কর্তৃপক্ষ মোন্তাজার মানসুরী বলেন: এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ৩ বছর পরিশ্রমের পর ৩৫০ জন কুরআনের শিক্ষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি বলেন: ১৫তম কোর্স মাত্র ৮ দিনে সম্পন্ন করা হয়েছে। এই কোর্সে ইন্দোনেশিয়ার ১৬ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন এবং তারা সকলেই কুরআনের বিজ্ঞান ও শিক্ষা, আহকাম, কুরআন হেফজ করার পদ্ধতি, কুরআন তিলাওয়াত করার পদ্ধতি সম্পর্কে অবগত হয়েছেন।

প্রশিক্ষণ প্রাপ্ত এক শিক্ষক বলেন: ইরাকের ইমাম হুসাইন (আ.)এর মাযারের পক্ষ থেকে ইন্দোনেশিয়ায় যে শাখাটি রয়েছে সেটি আমাদের দেশে কুরআনিক সংস্কৃতি বিস্তারের জন্য অনেক কাজ করেছে। তাদের চেষ্টার জন্য আমরা তাদেরকে প্রশংসিত করছি।

ইন্দোনেশিয়া সর্বাধিক জনবহুল ইসলামিক দেশ এবং সেদেশে ৯০ শতাংশ জনগণ মুসলমান। গবেষণা করে দেখা গিয়েছে, ইন্দোনেশিয়ায় ৪র্থ হিজরিতে ইসলাম ধর্ম প্রবেশ করেছে এবং ৬ষ্ঠ হিজরিতে ভারতের ব্যবসায়ীদের মাধ্যম ব্যাপকভাবে ইসলাম ধর্মের সম্প্রসারণ ঘটে। বর্তমানে সেদেশে ৫ লাখ ৫০ হাজার মসজিদ রয়েছে।

iqna

 

 

 

captcha