IQNA

বাহরাইন সরকার কর্তৃক

মানবাধিকার কর্মীদের নির্যাতনের প্রতিবাদে ৫ মানবাধিকার সংস্থার বিবৃতি

17:07 - January 06, 2018
সংবাদ: 2604737
আন্তর্জাতিক ডেস্কঃ মানবাধিকার কর্মীদের উপর নির্যাতন এবং তাদের পরিবারের উপর চাপ সৃষ্টির নিন্দা জানিয়েছে দেশটির ৫ মানবাধিকার সংস্থা।

সাহাফাতাকা ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ডেমোক্রাসি ও হিউম্যান রাইটস, সেন্টার ফর হিউম্যান রাইটস অব বাহরাইন, হিউম্যান রাইটস অব বাহরাইন অর্গানাইজেশন, সেন্টার ফর দ্যা স্ট্যাডি অব ডেমোক্রাসি এ্যান্ড হিউম্যান রাইটস অব দ্য গালফ এবং বাহরাইন’স হিউম্যান রাইটস এসোসিয়েশন এক বিবৃতি প্রদান করে মানবাধিকার কর্মীদের উপর নির্যাতন এবং তাদের পরিবারের উপর চাপ সৃষ্টির নিন্দা জানিয়েছে।

ঐ বিবৃতিতে বাহরাইনে মানবাধিকার কর্মী মুহাম্মাদ সুলতানের ভাই আহমাদ সুলতানকে আটকের কথা উল্লেখ করে বলা হয়েছে: পরিকল্পিতভাবে যৌন নিপীড়নসহ বিভিন্ন উপায়ে নির্যাতনের নীতি অবলম্বন করা হচ্ছে বাহরাইনের কারাগারগুলোতে।

মানবাধিকার কর্মী ইউনুসের উপর শারীরীক, মানসিক এমনকি যৌন নির্যাতনের কথাও উল্লেখ করা হয়েছে এতে।

এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবী জানিয়ে জাতিসংঘের মানবাধিকার কর্মীদের নিরাপত্তায় জাতিসংঘের ঘোষণার ২নং ধারা মেনে মানবাধিকার কর্মী এবং তাদের পরিবারকে লক্ষবস্তু বানানো থেকে বিরত থাকার জন্য সরকারের আহবান জানানো হয়েছে ঐ বিবৃতিতে।

এছাড়া, সংস্থাগুলোর পক্ষ থেকে মানবাধিকার কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের অবস্থা পর্যবেক্ষণে বাহরাইনের মানবাধিকার কর্মীদের অবস্থার বিষয়ে নিয়োজিত বিশেষ প্রতিবেদক মিশেল ফ্রেস্টকে বাহরাইন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।#3679509

 

captcha