IQNA

গোনাহ করলে অন্তর চক্ষু অন্ধ হয়ে যায়

15:21 - January 12, 2018
সংবাদ: 2604770
ইমাম মাহদীকে(আ.) আমাদের অন্তরে স্থান দিতে হলে অবশ্যই আমাদেরকে গোনাহ থেকে দূরে থাকতে হবে। যে কারণে ইমাম আমাদের থেকে দূরে সরে যান এবং আমাদের অন্তর চক্ষু অন্ধ হয়ে যায় তা হচ্ছে গোনাহ করা।

গোনাহ করলে অন্তর চক্ষু অন্ধ হয়ে যায়
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম মাহমুদি বলেন, ইমাম হুসাইনের কাছে প্রশ্ন করা হল মহান আল্লাহ কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন: ইমাম বলেন, আল্লাহ আমাদেরকে এ জন্য সৃষ্টি করেছেন যাতে আমরা তার মারেফাত হাসিল করতে পারি এবং তার বান্দা হতে পারি।

আল্লাহর মারেফাতের মানদণ্ড হচ্ছে প্রতিটি যুগের ইমামের প্রতি ঈমান আনতে হবে ও তার মারেফাত হাসিল করতে হবে।

ইমামের মারেফাত তাকে চামড়ার চোখে দেখার মাধ্যমে হাসিল হয় না বরং তাকে অন্তর চক্ষু দিয়ে বিশ্বাস করতে হয়।

একদা ইমাম বাকের(আ.) তার এক সাথিকে নিয়ে মসজিদে উপস্থিত হলেন এবং তার সাথীকে বললেন সবার কাছে জিজ্ঞাসা কর তারা ইমাম বাকেরকে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না। যাদের চোখ ভাল ছিল এবং দেখতে পেত তারা সবাই বলল না দেখতে পাচ্ছি না। তখন ইমাম বললেন, আবু বাসিরের চোখ অন্ধ তোমরা তাকে জিজ্ঞাসা কর তারা ইমামকে দেখতে পাচ্ছে কি না। আবু বাসির বললেন তোমাদের সামনে যে নুর দাড়িয়ে আছেন তিনিই হচ্ছেন ইমাম বাকের(আ.)।

ইমাম বাকের(আ.) এভাবে বুঝিয়ে দিলেন যে ইমামের পরিচিতি শুধু চামড়ার চোখ দিয়ে সম্ভব নয় বরং তাকে অন্তর চক্ষু দিয়ে দেখতে হবে। শাবিস্তান

captcha