IQNA

বিমান বাহিনীর কমান্ডার ও সদস্যদের সাথে অনুষ্ঠিত সমাবেশে সর্বোচ্চ নেতা;

জনগণকে চিনতে হবে, তাদের মূল অভিযোগ দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে

17:41 - February 08, 2018
সংবাদ: 2604997
আন্তর্জাতিক ডেস্ক: আজ (৮ম ফেব্রুয়ারি) জাতীয় বিমান বাহিনী দিবস উপলক্ষে বিমান বাহিনীর কমান্ডার ও সদস্যদের এক সমাবেশে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা আলী খামেনেয়ি বলেছেন, জনগণের মূল অভিযোগ হচ্ছে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে। মানুষ অনেক সমস্যা সহ্য করে, কিন্তু তারা দুর্নীতি এবং বৈষম্যের সহ্য করে না। অতএব প্রত্যেক কর্মকর্তার উচিত দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

জনগণকে চিনতে হবে, তাদের মূল অভিযোগ দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে


বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা আলী খামেনেয়ি বলেছেন, মার্কিন সরকার হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জুলুমবাজ ও নিষ্ঠুর সরকার। তারা নৃশংস সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চেয়েও খারাপ।
সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আমেরিকাই দায়েশ সৃষ্টি করেছে। আর এই সত্য কথাটি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার নির্বাচনী প্রচারণার সময় স্বীকার করেছেন।
আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, আমেরিকা দায়েশকে সৃষ্টির পর এই সন্ত্রাসী গোষ্ঠীকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। কিন্তু মার্কিন সরকার আন্তর্জাতিক অঙ্গনে এই প্রচার চালায় যে, তারা মানবাধিকার, প্রাণী অধিকার ও মজলুমদের অধিকার রক্ষার পক্ষে। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের দায়েশ সংক্রান্ত বক্তব্য তাদের অপকর্মের বিষয়টি সবার সামনে আরও স্পষ্ট করে দিয়েছে।
তিনি বলেন, ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ৭০ বছরের জুলুম-নির্যাতনের প্রতি সমর্থন এবং ইয়েমেনের নিরপরাধ মানুষ হত্যায় সহযোগিতার ঘটনা মার্কিন সরকারের জুলুমের স্পষ্ট প্রমাণ। সর্বোচ্চ নেতা বলেন, ইরানের ইসলামি বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করতে শত্রুরা সব ধরনের উপায় অবলম্বন করছে। তারা নিষেধাজ্ঞার পাশাপাশি সাইবারস্পেসকেও ব্যবহার করছে। এসবের মাধ্যমে ইসলামি বিপ্লবের ওপর থেকে মানুষের আস্থা ধ্বংস করতে চায়। কিন্তু শত্রুরা এ ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। তিনি বলেন, শত্রুদের সব অপচেষ্টা সত্ত্বেও ইসলামি বিপ্লব অটুট রয়েছে এবং ক্রমেই তা আরও জোরদার হচ্ছে।
আগামী ১১ ফেব্রুয়ারি রোববার ইসলামি বিপ্লব দিবসের শোভাযাত্রায় মানুষের সমাগম অতীতের চেয়েও বেশি হবে বলে তিনি জানান। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, সেদিন সবাই আসবে।
১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনি (রহ.)'র নেতৃত্বে ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয় অর্জন করে।
iqna

captcha