IQNA

সমাজতন্ত্রের পতন ঘটিয়ে ইসলামি বিপ্লবের বিজয় ঘটেছে

19:48 - February 09, 2018
সংবাদ: 2605008
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের জুম্মার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আজ বলেছেন, ইরানের ইসলামি বিপ্লব মানব রচিত প্রধান দুই রাজনৈতিক ধারা উদার নৈতিকতাবাদ এবং সমাজতন্ত্রের পতন ঘটিয়ে বিজয়লাভ করেছে।

 

বার্তা সংস্থা ইকনা: তিনি আরো বলেন, ইরানের ইসলামি বিপ্লব বিশ্বের দুই দুর্নীতিগ্রস্ত চিন্তাধারাকে বাতিল করে দিয়েছে। এর মাধ্যমে খোদায়ী ধর্ম ইসলামের ভিত্তিতে নতুন এক ক্ষমতার ভিত্তি স্থাপিত হয়েছে। তিনি বলেন, এ বিপ্লব ইরানের সাবেক শাসক রেজা শাহের বিরুদ্ধে নিছক বিজয় অর্জন করেনি বরং উদার নৈতিকতাবাদ এবং সমাজতন্ত্রের বিরুদ্ধে বিজয়লাভ করেছে।

পাশাপাশি, জুম্মার খোতবায় ইরাক, সিরিয়া লেবানন প্রসঙ্গে কথা বলেন তিনি। সৌদি আরব এবং আমেরিকার যৌথ ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, সৌদি অর্থ এবং তাদের দুষ্ট নীতির মাধ্যমে দায়েশ এবং উত্তরাঞ্চলীয় ইরাকে উত্তেজনা সৃষ্টি করে তারা ভেবেছিল ইরানকে এক ঘরে করবে। কিন্তু সৌদি আরব কথিত জোট গঠনে ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।  তিনি বলেন, প্রক্সি যুদ্ধের মধ্য দিয়ে রিয়াদের কোনো ফায়দা হয় নি।

ইরানের ইসলামি বিপ্লবের চূড়ান্ত বিজয়ের ৩৯তম বার্ষিকী পালনের আগে জুম্মার খোতবায় এ সব কথা বলেন তিনি।

iqna

 

 

captcha