IQNA

বসন্তের আয়াতসমূহের তিলাওয়াত -১;

মুস্তাফা ইসমাইলের সুললিত কণ্ঠে সূরা হাদীদ

0:14 - April 03, 2018
সংবাদ: 2605415
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের প্রসিদ্ধ ক্বারি মুস্তাফা ইসমাইল। বিশ্ব বিখ্যাত এই ক্বারি কুরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

 

বার্তা সংস্থা ইকনা: আজ আমরা মুস্তাফা ইসমাইলের সুললিত কণ্ঠে সূরা হাদীদের তিলাওয়াত শুনব।

মহান আল্লাহ তায়ালা পক্ষ থেকেই বসন্ত আসে যা তার রহমত ও বরকতের বার্তা সম্পর্কে আমাদেরকে অবগত করে। বসন্ত কালে ঠাণ্ডা বাসাত ঘুমিয়ে পড়ে এবং গাছপালা পুনরায় জন্মগ্রহণ করে। আকাশে মেঘ থাকে, পৃথিবীর বুক সবুজ হয়। প্রকৃতি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই সুন্দর মনোরম পরিবেশ বসন্তের আয়াতসমূহের তিলাওয়াত শুনে আমরা আমাদের হৃদয়কে বসন্ত সতেজতায় সতেজ করি।

বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নববর্ষে উৎসব চলছে। আর ফার্সি সানের নতুন বছর উপলক্ষে বার্তা সংস্থা "ইকনা"র দর্শনার্থীদের জন্য মুস্তাফা ইসমাইলের সুললিত কণ্ঠে বসন্তের আয়াতসমূহের তিলাওয়াত উপস্থাপন করা হল।

এই তিলাওয়াতে মুস্তাফা ইসমাইল সূরা হাদীদের ১ থেকে ২১ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন।

 01

সূরা হাদীদের ১৭ নম্বর আয়াত জমিন মৃত হওয়ার পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে দৃষ্টিপাত করেছে:

اعْلَمُوا أَنَّ اللَّهَ يُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

জেনে রাখ, আল্লাহ ধরিত্রীকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। নিঃসন্দেহে আমরা আয়াতসমূহ তোমাদের জন্য বিশদভাবে বিবৃত করেছি যাতে তোমরা বিচার-বুদ্ধি প্রয়োগ কর।

02

iqna

captcha