IQNA

সিরিয়া থেকে হেলিকপ্টার সরিয়ে নিলো রাশিয়া

19:09 - June 28, 2018
সংবাদ: 2606082
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, গতকাল সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় "আল হামীম" এয়ার বেস থেকে রাশিয়ার k-52 টাইপের দুটি হেলিকপ্টার সরিয়ে নেওয়া হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (২৭শে জুন) ঘোষণা করেছে, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় "আল হামীম" এয়ার বেস থেকে রাশিয়ার পণ্যবাহী বিমান দ্বারা k-52 টাইপের দুটি হেলিকপ্টার সরিয়ে নেওয়া হয়েছে। এই দুটি হেলিকপ্টার রাশিয়ার একটি সামরিক বিমানবন্দরে নিয়া যাওয়া হয়েছে।
চলতি সপ্তাহে এই নিয়ে সিরিয়া থেকে রাশিয়ার ১৩টি বিমান ও হেলিকপ্টার স্থানান্তর করা হয়েছে। এছাড়াও রাশিয়ার বিমান বাহিনীর কর্মীগণ সহকারে একটি মেডিকেল টিম রাশিয়ার উদ্দেশ্য সিরিয়া ত্যাগ করেছে।
iqna

 

captcha