IQNA

জর্ডানে গ্রীষ্মকালীন কুরআনিক কোর্সে ১ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ

19:14 - July 13, 2018
সংবাদ: 2606203
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের এনডাউমেন্ট এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, গ্রীষ্মকালীন কুরআনিক কোর্সে ১ লাখের অধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।


বার্তা সংস্থা ইকনা: জর্ডানের এনডাউমেন্ট এবং ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল নাসের আবুল বাসল ঘোষণা করেছেন: গ্রীষ্মকালের ছুটির জন্য পবিত্র কুরআন তিলাওয়াত প্রশিক্ষণের জন্য যেসকল কোর্স চালু করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করছে এবং সকল শ্রেণী ও বয়সের শিক্ষার্থীদের গ্রহণ করা হয়েছে।
জর্ডানের এনডাউমেন্টের ধর্মীয় শিক্ষা বিভাগের পরিচালক হাতেম সাহিমাত গ্রীষ্মকালীন কুরআনিক কোর্সের সমর্থন করে বলেছেন: গ্রীষ্মকালীন ছুটিতে জর্ডানের জনগণদের পবিত্র কুরআন হেফজ এবং তিলাওয়াত প্রশিক্ষণ দেয়ার জন্য এই কোর্স চালুকরা হয়েছে।
উল্লেখ্য, গ্রীষ্মকালীন কোর্স সঠিকভাবে সম্পন্ন করার জন্য জর্ডানের বিভিন্ন শহরে ২ হাজার মসজিদে এই কোর্স গ্রহণ করা হচ্ছে। সকালের শীফটে সপ্তাহে তিন দিনে এই ক্লাস নেওয়া হচ্ছে।
iqna

 

captcha