IQNA

কিভাবে ইমাম মাহদীর (আ.) সাথে সম্পৃক্ত হবে তার সাথীরা?

23:56 - August 20, 2018
সংবাদ: 2606515
ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পর তিনি যে বিশাল সেনাবাহিনী গড়ে তুলবেন, সে বাহিনীতে বিশ্বের সকল অঞ্চলের লোক সম্পৃক্ত থাকবেন। কিন্তু তারা কিভাবে ইমাম মাহদীর (সা.) সেনাবাহিনীতে যোগ দিবেন সে সম্পর্কে ইমাম বাকের (আ.) থেকে বর্ণিত একটি হাদীসে ইশারা করা হয়েছে।



শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর (আ.) নেতৃত্বে গঠিত বিশাল সেনাবাহিনী কিভাবে সংগঠিত হবে, সে সম্পর্কে বিভিন্ন হাদীস ও রেওয়ায়েত বর্ণিত হয়েছে। কোন কোন হাদীসে বর্ণিত হয়েছে যারা ইমাম মাহদীর সেনাবাহিনীর সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করবেন, তারা রাত্রে ঘুমানোর পর প্রত্যুষে নিজেদেরকে ইমামের সান্নিধ্যে পাবে; আবার কোন কোন হাদীসে উল্লেখ করা হয়েছে তারা সবাই আল্লাহর বিশেষ করুনায় তাইউল আরজ বা মুহুর্তেই বিশাল দূরত্ব অতিক্রম করে ইমামের সান্নিধ্যে পৌছাবে।

কিন্তু এ সম্পর্কে ইমামতিধারার ৫ম ইমাম হযরত ইমাম মুহাম্মাদ বাকের (আ.) থেকে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে,

(ইমাম মাহদীর আবির্ভাবের পর) তার সাথী ও অনুসারীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাইউল আরজ বা মুহুর্তেই বিশাল দূরত্ব অতিক্রম করে ইমামের সান্নিধ্যে পৌছাবে এবং তার নিকট বাইয়াত গ্রহণ করবে। (রওজাতুল ওয়ায়েজিন, ২য় খণ্ড, পৃ. ২৬৩)

captcha