IQNA

ভারতে "রুহে কুরআন" শীর্ষক গ্রন্থ প্রকাশ

23:49 - September 04, 2018
সংবাদ: 2606626
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হায়দ্রাবাদের ন্যাম্পালীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম আলেমদের উপস্থিতিতে বিষয়ভিত্তিক তাফসিরের গ্রন্থ "রুহে কুরআন"-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

একজন অন্ধ হাজির দিব্যি তওয়াফ , পায়ে হেঁটে কাবা শরিফে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজও আদায়
বার্তা সংস্থা ইকনা: ভারতের বিশিষ্ট মাওলানা গিয়াস আহমাদ রাশেদী উর্দু ভাষায় বিষয়ভিত্তিক তাফসিরের "রুহে কুরআন" গ্রন্থ লিখেছেন এবং রবিবার হায়দ্রাবাদের ন্যাম্পালীর মদিনা শিক্ষা সেন্টার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
ভারতের "বাইতুল মায়াল" ইন্সটিটিউটের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। "রুহে কুরআন" শীর্ষ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন মাযহাবের আলেমগণ উপস্থিত ছিলেন।
গ্রন্থটির লেখক মাওলানা গিয়াস আহমাদ রাশেদী বলেন: বিষয়ভিত্তিক তাফসিরের আলোকে বইটি লেখা হয়েছে। অর্থাৎ যে কোন একটি বিষয় এক স্থানে উল্লেখ করা হয়েছে, যেমন: যদি কেউ কুরআনে উল্লেখিত আখলাকিয়াত সম্পর্কে জানতে চাই, এক্ষেত্রে আখলাক সম্পর্কে যত আয়াত নাজিল করা হয়েছে সব একস্থানে উল্লেখ করা হয়েছে।
এই গ্রন্থটি মসজিদের ইমামদের খুতবা প্রদান সহজতর করার জন্য লেখা হয়েছে। যদি কোন পেশ ইমাম কোন বিষয়ের উপর আলোচনা করতে চাই, তাহলে সে এই গ্রন্থ ব্যবহার করে দ্রুত সেসম্পর্কে সকল আয়াত এক স্থানে খুঁজে পাবে।
"রুহে কুরআন" গ্রন্থের লেখক মাওলানা গিয়াস আহমাদ রাশেদী দীর্ঘ চার বছর পরিশ্রম করে ১৩৬০ পৃষ্ঠা বিশিষ্ট এই গ্রন্থটি লিখেছেন। গ্রন্থটির মূল্য ৫০০ রুপি নির্ধারণ করা হয়েছে।
iqna

 

captcha