IQNA

‘ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সব শত্রুকে সতর্কবার্তা দিয়েছে ইরান’

23:18 - October 05, 2018
সংবাদ: 2606899
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠীর আস্তানায় আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ইরানের ইসলামি শাসনব্যবস্থার সম্মান ও শক্তিমত্তার প্রতীক বলে বর্ণনা করেছেন।

 
বার্তা সংস্থা ইকনা: তিনি আইআরজিসি’র এ হামলার ভূঁয়সী প্রশংসা করে বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরানের সব শত্রুর কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর উগ্র জঙ্গিরা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক বাহিনীর কুচকাওয়াজ চলাকালে সন্ত্রাসী হামলা চালায় যাতে ২৫ জন শহীদ এবং অপর ৬৯ জন আহত হন। ওই সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী ছিল সিরিয়ায় অবস্থানরত একটি তাকফিরি জঙ্গি গোষ্ঠী।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি গত ১ অক্টোবর আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশের সমর্থিত ওই জঙ্গি গোষ্ঠীর আস্তানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত ৪০ সন্ত্রাসী নিহত এবং তাদের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

তেহরানের জুমার নামাজের খতিব আজকের খুতবার অন্য অংশে গতকাল বৃহস্পতিবার সারাদেশে স্বেচ্ছাসেবী বাহিনীর জওয়ানদের সমাবেশের কথা উল্লেখ করে বলেন, এসব সমাবেশে লাখ লাখ জওয়ানের উপস্থিতি শত্রুকে হতাশ করেছে। তিনি আরো বলেন, শত্রুকে উপযুক্ত জবাব দেয়ার জন্য ইরানের যুব সমাজের সার্বক্ষণিক প্রস্তুতি রয়েছে।

ইরানের ওপর মার্কিন সরকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেন,ইরানি জনগণ নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার মাধ্যমে এ নিষেধাজ্ঞাসহ আমেরিকার সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।

iqna

 

captcha