IQNA

দুর্ভিক্ষের হুমকিতে ইয়েমেনের ১ কোটি ৪০ লাখ মানুষ; জাতিসংঘ

4:44 - October 24, 2018
সংবাদ: 2607095
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিবের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মার্ক লুকুক বলেছেন: বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী কয়েক মাসের মধ্যে ইয়েমেনের ১ কোটি ৪০ লাখ মানুষ দুর্ভিক্ষের প্রান্তে থাকবে।

বার্তা সংস্থা ইকনা: নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের একটি মিটিং-এ মার্ক লুকুক ইয়েমেনের মানবিক পরিস্থিতিকে খুব খারাপভাবে বর্ণনা করে বলেন: ইয়েমেনের ৭৫ শতাংশ জনগণ তথা দুই কোটি ২০ লাখ মানুষের সাহায্য ও সহায়তার প্রয়োজন রয়েছে এবং ৮০ লাখ মানুষের অবিলম্বে খাদ্য সাহায্য প্রয়োজন রয়েছে।
জাতিসংঘের মহাসচিবের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা আরও বলেন: ইয়েমেনে খাদ্য সংকট সরাসরি যুদ্ধের সাথে সম্পর্কিত। এছাড়াও, এই দেশে গ্যাসোলিনের দাম ৪৫% বৃদ্ধি পেয়েছে এবং ডলারের বিপরীতে রিয়ালের মূল্য ৪৭% নেমে এসেছে।
লুকুক এই সংকট মোকাবিলা করার জন্য সেদেশে আর্থিক সহায়তা প্রদানের প্রতি জোর দিয়েছেন।
iqna

 

captcha