IQNA

হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাযারে শোকানুষ্ঠান + ছবি

23:11 - November 07, 2018
সংবাদ: 2607149
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী উপলক্ষে ইরাকের পবিত্র নগরী নাজাফে আশরাফে ইমাম আলী (আ.)এর মাযারে বিভিন্ন বিভিন্ন দেশের জিয়ারতকারীদের উপস্থিতিতে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাযারে শোকানুষ্ঠান + ছবিবার্তা সংস্থা ইকনা: হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকীর শোকানুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ৬ষ্ঠ নভেম্বর ইমাম আলী (আ.)এর মাযারে কয়েক লক্ষ্য জিয়ারতকারী উপস্থিত হয়েছেন।
ইরাকের বিভিন্ন শহর থেকে নাজাফে প্রবেশকারী জিয়ারতকারীদের সেবা প্রদানের জন্য ১৫০টি খিমা সক্রিয় ছিল। এসকল খিমা বাগদাদ, কারবালা, নাজাফ ও বাবিল প্রদেশে বসানো হয়েছে। এছাড়াও বিদেশী কয়েকটি সংস্থাও শহরের বিভিন্ন স্থানে খিমা বসিয়েছি। এসকল খিমায় জিয়ারতকারীগণ নিদ্রা, বিশ্রাম এবং খাবর গ্রহণ সহ বিভিন্ন ধরণের সেবা গ্রহণ করেছেন।
অপরদিকে ইমাম আলী (আ.)এর মাযারের মিডিয়া কমিউনিকেশন শাখার কর্মকর্তা জিয়া শামরান বলেন: নাজাফে আশরাফে ইমাম আলী (আ.)এর মাযারে হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকীর শোকানুষ্ঠান সরাসরি সম্প্রচার করার জন্য ১৫টি স্যাটেলাইট নেটওয়ার্কের গড়ি নাজাফে প্রবেশ করেছে। এছাড়াও উক্ত শোকানুষ্ঠানের খবর সম্প্রচারের জন্য সংবাদপত্র এবং ওয়েবসাইট সহ মোট ১৫০টি মিডিয়া নাজাফে উপস্থিত ছিল।
iqna

captcha