IQNA

ইয়েমেনে কুরআন শরিফের ৬০০ বছরের প্রাচীন পাণ্ডুলিপির সংস্কার

13:53 - November 09, 2018
সংবাদ: 2607167
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় ছয় শতাব্দীর পূর্বে কুরআন শরিফের একখণ্ড হস্তলিখিত পাণ্ডুলিপি সংস্কার করা হবে।

বার্তা সংস্থা ইকনা: ছয় শতাব্দীর পূর্বে কুরআন শরিফের হস্তলিখিত পাণ্ডুলিপিটি সংস্কার করার জন্য সানার হস্তলিখিত পাণ্ডুলিপির ভাণ্ডার দারুল মাখতুতাতের নিকট হতে সামাজিক উন্নয়ন ইন্সটিটিউট শায়াবে হস্তান্তর করা হয়েছে।
সামাজিক উন্নয়ন ইন্সটিটিউট শায়াবের প্রধান পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপি সম্পর্কে বলেন: এটি ইসলামী সভ্যতার একটি ঐতিহাসিক সম্পদ। আমাদের ইন্সটিটিউট এই অমূল্য সম্পদটি সংস্কার করতে সক্ষম। সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে চুক্তি অনুযায়ী নির্ভুলভাবে সংস্কার করা হবে। আমাদের বিশেষজ্ঞ টিম এই পাণ্ডুলিপিটি কয়েক ধাপে সংস্কার করবে।
iqna

 

captcha