IQNA

ইবাদতের ক্ষেত্রে সব থেকে বড় অন্তরায়

21:47 - December 21, 2018
সংবাদ: 2607605
হারাম খাদ্য এবং হারাম উপার্জন হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী এবং ইমাম মাহদীর সৈনিক হওয়ার পথে সব থেকে বড় অন্তরায়।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: রাসুল(সা.) বলেছেন, মানুষের কাছে এমন এক কাল আসবে,রিযিক তালাশের ব্যাপারে কোন পরওয়ানা করবেনা, এটা কি হালাল হচ্ছে না হারাম তা যাচাই বাছাই করবে না।

মহান আল্লাহ কুরআন করিমে এরশাদ করেছেন: হে ঈমানদারগণ আমি তোমাদেরকে যা রিযিক দিয়েছি তা থেকে পবিত্র গুলো খাও।

পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মহান আল্লাহ তার বান্দাদের আদেশ দিয়েছে, হালাল খেতে এবং হারাম থেকে বেঁচে থাকার জন্য অথচ মানুষ আল্লাহ ও তার রাসূলের নির্দেশের দিকে দৃষ্টি না দিয়ে দুনিয়া নিয়ে এমন ভাবে মগ্ন হয়ে আছে, মনে হচ্ছে এটাই স্থায়ী।

হালাল খাওয়ার খেয়ে আল্লাহর দরবারে দোয়া করলে ক্ববুল হয়ে যায় পক্ষান্তরে যার শরীরে হারাম রয়েছে সে রাত দিন দোয়া করলে ক্ববুল হবে না।

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: যে ব্যক্তি আপন পরিবারকে হালাল রিযিক দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করে ঐ ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ কারীর মত এবং যে ব্যক্তি হালালের মাধ্যমে পার্থিব চাহিদা মেটাবে তার মর্যাদা শহীদের মত।

সূরা বাকারাহ'র ১৭২ নম্বর আয়াতে বলা হয়েছে- يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

হে ঈমানদারগণ! তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার কর, যেগুলো আমি তোমাদেরকে জীবিকা হিসাবে দান করেছি এবং শুকরিয়া আদায় কর আল্লাহর যদি তোমরা তাঁরই বন্দেগী কর।

captcha