IQNA

সাদ্দামের ছবি উপরে উঠানোর জন্য তিন শিক্ষার্থী বহিষ্কার

20:11 - December 27, 2018
সংবাদ: 2607623
আন্তর্জাতিক ডেস্ক: সাদ্দামের ছবি উপরে উঠানোর জন্য ইরাকের আল-আনবার বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করেছে: ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের ছবি উপরে উঠানোর দায়ে এই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গতকাল সকালে আল-আনবার প্রদেশের কৃষি অনুষদে প্রবেশ করে এই বিষয়ে তদন্ত করেছে।
উল্লেখ্য, আল-আনবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষি অনুষদের এক উৎসব অনুষ্ঠানে সাদ্দাম হোসেনের আকা ছবি হাতে নিয়ে উপরে উঠিয়েছে।
ইরাকের সাবেক স্বৈরশাসকের ছবি হাতে নেওয়া অথবা উপরে উঠানোর অর্থ হচ্ছে, (স্বৈরচারী সাদ্দামের) বায়াছ পার্টির প্রচারণা করা। আর ইরাকে বায়াছ পার্টির প্রচারণার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যারা এই পার্টির প্রচারণা করতে তাদেরকে অপরাধী হিসেবে গণ্য করা হবে।
iqna

 

captcha