IQNA

আফগানিস্তানের প্রধান নির্বাহী কর্মকর্তার দাবী;

পাকিস্তান থেকে দায়েশ আফগানিস্তানে প্রবেশ করেছে

22:32 - April 10, 2019
সংবাদ: 2608311
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে সন্ত্রাস বিরোধের আলোকে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন আফগান সরকারের নির্বাহী পরিচালক দাবী করেছেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস সর্বপ্রথম পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করেছে।

বার্তা সংস্থা ইকনা: আফগান সরকারের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ বলেন: সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাক ও সিরিয়া রাজত্বকালে তাদের অনেক সদস্য নিজেদের পরিবার নিয়ে পাকিস্তানের সীমান্ত থেকে আফগানিস্তানে প্রবেশ করেছে। এরফলে এদেশের নিরাপত্তা হুমিকর মধ্যে অবস্থান করছে।

তিনি বলেন: প্রথম দিকে কেউ ধারনা করেনি যে, আফগানিস্তানের জন্য দায়েশ হুমকি হয়ে দাঁড়াবে। কিন্তু কিছু দিনের মধ্যেই তরা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং সহস্রাধিক আফগান নাগরিককে হত্যা করেছ।

আব্দুল্লাহ আরও বলেন: এদেশে দায়েশের প্রধান পদক্ষেপ হচ্ছে, শিশুদের অপব্যবহার করা এবং তাদেরকে চরমপন্থি চিন্তাভাবনা ও উগ্রপন্থী কার্যক্রমে প্রশিক্ষণ দেওয়া। iqna

 

 

captcha