IQNA

কুরআন প্রশিক্ষণের অঙ্কিত ছবি ৪৫ লাখ পাউন্ডে বিক্রি

16:50 - October 26, 2019
সংবাদ: 2609505
আন্তর্জাতিক ডেস্ক: “কুরআন প্রশিক্ষণ” নামে প্রসিদ্ধ এই ছবিটি অটোমান যুগের “উসমান হামিদী বেইক”-এর অন্তর্গত। সম্প্রতি এই ছবিটি লন্ডনের স্যাটবাইস নিলাম সেন্টারে ৪৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কোরান প্রশিক্ষণ নামে প্রসিদ্ধ এই বোর্ডটি নাজদ ওরিয়েন্টাল আর্ট গ্রুপের মালিকানাধীন ৪০টি বোর্ডের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে।
এছাড়াও এই নিলাম সেন্টারে ফ্রান্সের বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী "জাঁন লিওন জেরোম"-এর (জন্ম: ১৮২৪ – মৃত্যু: ১৯০৪) "আরবিয়ান হর্সব্যাক ক্রসিং দ্য ডেজার্ট" নামক একটি অঙ্কিত ছবি ৩১ লাখ ৩৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
জার্মানের বিখ্যাত চিত্রশিল্পী গুস্তাভ পাওরেনফাইন্ডের “ইয়াফার বাজার” নামে প্রসিদ্ধ ছবিটি ৩৭ লাখ ২৭ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
উল্লেখ্য যে, সেপ্টেম্বর মাসে ওসমান হামিদি বেইকের নিজ হাতে অঙ্কিত ১৩৯ বছরের পুরনো এক নারীর কুরআন পড়ার একটি স্থিরচিত্র লন্ডনের বানহামসে নিলামে বিক্রি হয়। এ বিখ্যাত চিত্রকর্মটি ৬৩ লাখ পাউন্ড তথা ৭৪ লাখ ডলারে বিক্রি হয়েছে। ওসমান হামিদি বেইক এই ছবিটি ১৮৮০ সালে কাপড়ের ক্যানভাসে আঁকেন।
ওসমান হামিদি বেইক ১৮৪২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯১০ সালে মৃত্যুবরণ করণে। তিনি তার জীবদ্দশায় একজন দক্ষ চিত্রশিল্পী ছিলেন। এছাড়াও তিনি প্রত্নতাত্ত্বিক, রাজনীতিবিদ এবং স্থপতি ও যাদুঘরের পরিচালক ছিলেন। তিনি ইস্তাম্বুলের মিউজিয়াম অফ ফাইন আর্টস প্রতিষ্ঠা করেন।  iqna

 

captcha