IQNA

হায়দরাবাদের মসজিদে অসহায় বৃদ্ধদের আশ্রয় দান

0:04 - December 30, 2021
সংবাদ: 3471206
তেহরান (ইকনা): তীব্র শীত থেকে বাঁচতে হায়দরাবাদের একটি মসজিদে অসহায় বয়স্ক ব্যক্তিদের জন্য ৪০ বেডের আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। হেলপিং হেন্ড ফাউন্ডেশন নামের জনসেবামূলক প্রতিষ্ঠানের সহায়তায় হায়দরাবাদের রাজেন্দ্রনগরের এ মসজিদে এ ব্যবস্থা নেওয়া হয়। 
গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) তা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, মসজিদের এ আশ্রয়কেন্দ্রে বিনা মূল্যে চিকিৎসকের পরামর্শ, নার্সিং সেবা, ফিজিওথেরাপি, ডায়েটিশিয়ান ও অ্যাম্বুল্যান্স পরিষেবা থাকবে। এ ছাড়া সেখানে ৭০ শতাংশ বৃদ্ধদের স্বাস্থ্য ও পরিচর্যাসংক্রান্ত সেবা (জেরিয়াট্রিক) ও অন্য নিঃস্ব ব্যক্তিদের বিশেষ সেবা দেওয়া হবে। রোগীদের চিকিৎসা ও পরামর্শ দিতে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টও থাকবেন। 
 
এ ছাড়া রোগীদের জন্য রান্নাঘর ও স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থাও আছে। তেলেঙ্গানা সরকারের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা এ কে খান বলেন, ভারতে গড় আয়ু বৃদ্ধি ও পরিবার সংকুচিত হওয়ার পর পশ্চিমা দেশগুলোর মতো এখানেও বয়স্কসেবার গুরুত্ব বেড়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন প্রবীণদের সেবায় এগিয়ে আসছে দেখে ভালো লাগছে।
 
     সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
captcha