IQNA

ইহুদিবাদী সৈন্যদের সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনির শাহাদাত

0:02 - July 25, 2022
সংবাদ: 3472175
তেহরান (ইকনা): নাবলুস শহরের পুরানো অংশে প্রতিরোধ যোদ্ধা ও ইসরাইলি দখলদার বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষে দুই ফিলিস্তিনি শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসলামী জিহাদ আন্দোলন এবং হামাস ইহুদি দখলদার বাহিনীর বিরুদ্ধে নাবলুসের বীরত্বপূর্ণ অভিযানের প্রশংসা করেছে এবং লড়াই চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে।
ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবলুসে অভিযান চালিয়ে ফিলিস্তিনের দুই নাগরিককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী।
 
নিহত ওই দুই ফিলিস্তিনি হলেন মুহাম্মদ আজিজ (২৫) ও আবদুল রহমান সবহ (২৮)। আজিজের বুকে গুলি করা হয়েছে। আর আবদুল রহমানের মাথায় গুলি করা হয়েছে।
 
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, মধ্য রাতের পর নাবলুসে একটি বাড়ি ইসরাইলের সেনারা ঘিরে ফেলেন। এরপর সেখানে বোমা হামলা ও গুলি চালানো হয়। এতে এই দুই ফিলিস্তিনি মারা যান।
 
এই ঘটনার পর রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর এই অভিযানে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
 
নাবলুসে ওই বাড়ির পাশে থাকেন নাসের এসতিতিয়া (৬০)। তিনি বলেন, ইসরাইলের বাহিনীর গুলি চালানোর আগে ওই বাড়ির ভেতর থেকে গুলির শব্দ শুনতে পেয়েছেন তিনি। ইসরাইলের বাহিনী তাদের আত্মসমার্পন করতে বলেছিল।
 
এই ঘটনার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নেতা হুসেইন আল–শেখ। তিনি বলেন, নাবলুসে আরেকটি অপরাধ করল ইসরাইলের দখলদার বাহিনী।
 
এদিকে ইসরাইলের বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা নাবলুসে অভিযান চালিয়েছে। সেখানে গুলি বিনিময় হয়েছে।  4072989
captcha