IQNA

রাসুল (সাঃ) এর দাওয়াত কবুল করার মাধ্যমে প্রকৃত জীবন

0:02 - March 08, 2024
সংবাদ: 3475200
ইকনা: পবিত্র কুরআনে গুরুত্বারোপ করে বলা হয়েছে, একজন ব্যক্তির বুদ্ধিবৃত্তিক, আধ্যাত্মিক এবং বাস্তব জীবনের সূচনা হয় আল্লাহর প্রতি মহানবী (সা.)-এর দাওয়াত গ্রহণ করার মাধ্যমে।

পবিত্র কুরআনের অনেক আয়াতে জোর দেওয়া হয়েছে যে, মানুষের প্রকৃত জীবন নবীদের দাওয়াত কবুল করার মাধ্যমে পাওয়া সম্ভব। কুরআনে বলা হয়েছে:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ

হে বিশ্বাসিগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আহ্বানে সাড়া দাও যখন সে (রাসূল) তোমাদের এমন বিষয়ের প্রতি আহ্বান করে যা তোমাদের জীবিত করে। (সূরা আনফাল, আয়াত: ২৪)

রাসুল (সা.)-এর ডাকে সাড়া দেওয়ার ফলে যে জীবনের অর্থ অর্জিত হয় তা কোনো প্রাণীর জীবন নয়, বরং সেই জীবন যা অর্জিত হয় যুক্তিবাদী, আধ্যাত্মিক ও প্রকৃত মানবিক সক্ষমতাকে সক্রিয় করার মাধ্যমে।

কুরআনে আরও বলা হয়েছে:

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ

এবং নিঃসন্দেহে আমরা জিন ও মানবের অনেককেই জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি, (যেহেতু) তাদের হৃদয় আছে, কিন্তু তারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে, কিন্তু দর্শন করে না, তাদের কর্ণ আছে, কিন্তু শ্রবণ করে না; তারা পশুর ন্যায়; বরং এদের অপেক্ষা অধিক পথভ্রষ্ট; তারাই প্রকৃতপক্ষে উদাসীন। (সূরা আ’রাফ, আয়াত: ১৭৯)

অতএব, ঈমানহীন ও জ্ঞানহীন ব্যক্তি মৃত ব্যক্তি হিসেবে পরিগণিত হয়। লিঙ্গ, বয়স, জাতি এবং সামাজিক ও রাজনৈতিক অবস্থা মানুষের জীবনের নীতিতে পার্থক্য করে না। যখনই এই বিশ্বাস একজন ব্যক্তির (পুরুষ হোক বা নারী হোক) কর্মের মাধ্যমে উদ্ভূত হয়, প্রথম জিনিসটি ঘটে যে সে একটি উত্তম জীবনে পৌঁছায়:

مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَ هُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ

নর হোক অথবা নারীÑ যে কেউ সৎকর্ম করে এবং সে বিশ্বাসী হয়, আমরা তাকে পবিত্র (অনাবিল) জীবন দান করব এবং অবশ্যই আমরা তাদেরকে তারা যে উত্তম কর্ম সম্পাদন করত তদনুযায়ী প্রতিদান দেব। (সূরা নাহল, আয়াত: ৭৯)

"শুদ্ধ জীবন" হল জীবনের একটি পর্যায় যেখানে একজন ব্যক্তির একটি শান্ত হৃদয় এবং একটি বিশ্বাসী আত্মা থাকে, স্বর্গীয় নিশ্চিতকরণ এবং ফেরেশতাদের প্রার্থনার অধীন থাকে এবং তার কোন ভয় বা দুঃখ নেই।

captcha