IQNA

কোন দেশগুলোয় মঙ্গলবারে রমজানের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে?

1:01 - March 11, 2024
সংবাদ: 3475221
ইকনা: বেশ কয়েকটি আরব এবং ইসলামিক দেশ ঘোষণা করেছে যে মঙ্গলবার, ১২ মার্চ, পবিত্র রমজান মাসের প্রথম দিন এবং সোমবার, ১১ মার্চ, শা'বান মাসের শেষ।

ওমান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের সালতানাত ঘোষণা করেছে যে মঙ্গলবার, ১২ মার্চ পবিত্র রমজান মাসের প্রথম দিন এবং সোমবার, ১১ মার্চ, শা'বান মাসের শেষ দিন।

রোববার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য বেশ কয়েকটি আরব ও ইসলামি দেশ প্রায় রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করছে।

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে মঙ্গলবার, 12 মার্চ, অস্ট্রেলিয়ায় পবিত্র রমজান মাসের প্রথম দিন।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাস্ট্রোনমিও X সোশ্যাল নেটওয়ার্কে তার অফিসিয়াল অ্যাকাউন্টে ঘোষণা করেছে যে সোমবার শাবান মাসের শেষ এবং মঙ্গলবার, ১২ মার্চ অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাইতে পবিত্র রমজান মাসের প্রথম দিন।

এর আগে, সৌদি আরব এবং কয়েকটি ইসলামিক দেশ ঘোষণা করেছিল যে সোমবার, 11 মার্চ, পবিত্র রমজান মাসের প্রথম।

 

ট্যাগ্সসমূহ: রোজা ، রমজান ، মাস ، সৌদি আরব
captcha