IQNA

রমজানের প্রথম জুমায় ৮০ হাজার ফিলিস্তিনির উপস্থিতি + ছবি এবং ভিডিও

3:17 - March 16, 2024
সংবাদ: 3475240
ইকনা: আল-কুদস এনডাউমেন্ট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ইহুদিবাদী শাসনের বাধা সত্ত্বেও, ৮০ হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন।

ইসরায়েলের কড়া নিরাপত্তা সত্ত্বেও পবিত্র রমজানের প্রথম জুমায় ৮০ হাজার মুসল্লি মসজিদ আল-আকসায় নামায় আদায় করেছেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা আল-কুদস মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফর বরাতে ৮০ হাজারের বেশি মুসল্লির নাজাম আদায়ের বিষয়টি নিশ্চিত করেছে। 

যদিও জুমার আগে ওল্ড জেরুজালেমে কয়েক হাজার পুলিশ মোতায়েন করেছিল ইসরায়েল। তবে তাদের সঙ্গে মুসল্লিদের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। 


এদিকে অধিকৃত পশ্চিমতীরে কয়েক হাজার ফিলিস্তিনিকে জেরুজালেমে প্রবেশে বাধা দেয়া হয়। সেখানে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী মসজিদ আল আকসাকে ঘিরে কঠোরভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। 

যদিও জুমার দিন আল-আকসায় শুধুমাত্র ৫৫ বছরের ঊর্ধ্বের পুরুষ এবং ৫০ বছরের উর্ধ্বের নারীদের প্রবেশ করতে দেওয়া হয়। এছাড়া আগে থেকেই অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা দিয়েছিল ইসরায়েল। এর ফলে বেশিরভাগ ফিলিস্তিনি প্রথম জুমায় আল-আকসায় প্রবেশ করতে পারেননি।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানেরা পর আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। কিন্তু রমজান মাস আসার পর তারা নমনীয়তা দেখাতে বাধ্য হচ্ছে। 

 
captcha