IQNA

ফিলিস্তিনি ফুটবলার বারাকাতের শাহাদাতের বিষয়ে ফিফার নীরবতা; চলছে সমালোচনা

3:29 - March 16, 2024
সংবাদ: 3475242
ইকনা: ইরানের বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট আলিরেজা নাজ্জার ফিলিস্তিনের জাতীয় দলের নামকরা ফুটবলার মোহাম্মাদ বারাকাতের শাহাদাতের বিষয়ে পশ্চিমাদের নীরবতার সমালোচনা করেছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে শহীদ বারাকাতকে উদ্দেশ্য করে লিখেছেন, 'আপনিতো নীল চোখের মানুষ নন যে, আপনার জন্য ফিফা, উয়েফা, লা লিগা, বানডেস লিগা ইত্যাদি সংস্থা সোচ্চার হয়ে ওঠবে, আপনার মজলুমিয়াত বা অসহায়ত্বের বিষয়টি চিৎকার করে জানাবে। বিশ্বে যদি প্রকৃত মানবতা ও মানবাধিকারের অস্তিত্ব থাকত, তাহলে ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শহীদ মোহাম্মাদ বারাকাতের নামটি মিডিয়ায় ট্রেন্ড হতো। শাহাদাত মুবারক।'

সোমবার (১১ মার্চ) ফিলিস্তিনে ছিলো রোজার প্রথম দিন। অন্যদিনের মতো সেদিনও গাজায় বোমা হামলা অব্যাহত রাখে ইসরাইল। এই হামলায় শহীদ হন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোহাম্মদ বারাকাত।

শুধু বারাকাতই নন, ইসরাইলের বোমা হামলায় শহীদ গেছেন গাজার আরও অনেক ক্রীড়াবিদ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি গণহত্যায় গাজা ও পশ্চিম তীরে ১৫৭ জন ক্রীড়াবিদ শহীদ হয়েছেন। এর মধ্যে ৯০ জন ফুটবলার রয়েছেন।#

পার্সটুডে

captcha