IQNA

মক্কায় মহানবী (সা.) -এর জীবনীমূলক প্রদর্শনী

14:22 - March 30, 2024
সংবাদ: 3475286
ইকনা: সৌদি আরবের মক্কায় মহানবী (সা.)-এর জীবনীমূলক ভ্রাম্যমাণ মিউজিয়াম ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ইসলামী ঐতিহ্যবাহী পাঁচ শতাধিক নিদর্শনাবলি রাখা হয়।
মূলত মহানবী (সা.)-এর সুমহান শিক্ষার আলোকে ইসলামের উদারতা ও ধর্মীয় সহনশীলতা তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শনীটির আয়োজন করা হয়। পবিত্র মসজিদুল হারামের পাশে ক্লক টাওয়ারে মুসলিম ওয়ার্ল্ড লিগের তত্ত্বাবধানে প্রদর্শনীটি চালু করা হয়।
 
 
প্রদর্শনীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ড. মুহাম্মদ বিন আবদুল করি আল-ঈসা। তিনি জানান, রমজান মাসে মক্কায় পরীক্ষামূলক আন্তর্জাতিক এ প্রদর্শনী শুরু হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ৩০টির বেশি বিভাগ রয়েছে। ডিজিটাল ও ইন্টারেক্টিভ প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের পাঁচটি ভাষায় দুই শতাধিক ভিজ্যুয়াল ভিডিও প্রদর্শন করা হয়।
 
 
গত ২০২১ সালে মুসলিম ওয়ার্ল্ড লিগের তত্ত্বাবধানে মসজিদে নববীর পাশে সর্বপ্রথম মহানবীর জীবনী ও ইসলামী সভ্যতা বিষয়ক আন্তর্জাতিক মেলা ও মিউজিয়াম চালু করা হয়। এটি উদ্বোধন করেছিলেন মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান। এতে প্রধানত ২৫টি প্যাভিলিয়ন রয়েছে।
 
সূত্র : আরব নিউজ
captcha