IQNA

সিরিয়ায় তাহরির আশশাম-এর দ্বিতীয় সর্বোচ্চ নেতা নিহত

19:38 - April 07, 2024
সংবাদ: 3475307
ইকনা: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী তাহরির আশশাম-এর একজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। কয়েকটি সংবাদ-সূত্র এই খবর দিয়েছে।

ইরানের আরবি স্যাটেলাইট টেলিভিশন আল-আলম জানিয়েছে, আবু মারিয়া আলক্বাহত্বানি যার আসল নাম মিইসর আযযুবুরি উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা নামের একটি ছোট্ট শহরে এক বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। দৃশ্যত দায়েশ বা কথিত আইএস-এর এক ব্যক্তি আত্মঘাতী ওই বিস্ফোরণ ঘটায়।  

তাহরির আশশাম অতীতে যিবহাতুন নুসরা নামে সক্রিয় ছিল। এই যিবহাতুন নুসরার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন আলক্বাহত্বানি। তাকে তাহরির আশশাম-এর দ্বিতীয় সর্বোচ্চ নেতা মনে করা হয়। 

সংবাদ সংস্থা রাশিয়া টুডে বা রুসিয়া আলইয়াওম জানিয়েছে, সামাজিক মাধ্যমগুলো আলক্বাহতানির নিহত হওয়ার খবর প্রচার করেছে এবং দায়েশই তার নিহত হওয়ার জন্য দায়ী বলে উল্লেখ করেছে। 

আলক্বাহতানি এক সময় ইরাকে ২০০৩ সালে শুরু হওয়ার মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিন্তু ২০১১ সালে তিনি সিরিয়ায় গিয়ে আসাদ বিরোধী সন্ত্রাসীদের সঙ্গে যোগ দেন। তাহরির আশশাম একবার শত্রু পক্ষগুলোর সঙ্গে সম্পর্কের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল। তবে ৬ মাস পর তাকে কারাগার থেকে মুক্তি দেয়। 

captcha