IQNA

বিয়ের অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করে সকলকে মুগ্ধ করলেন মিশরের বিখ্যাত ক্বারী + ভিডিও

15:46 - August 01, 2016
সংবাদ: 2601305
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম বিশ্ব এবং মিশরের প্রখ্যাত ক্বারী অধ্যাপক আহমাদ নায়িনায় শুধুমাত্র কুরআন মাহফিলেই কুরআন তিলাওয়াত করেন না; বরং তিনি বিয়ের অনুষ্ঠানেও কুরআন তিলাওয়াত করেন। ২০০৫ সালে এক বিয়ের অনুষ্ঠানে তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে সকলকে মুগ্ধ করেছেন।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: মুসলিম বিশ্বের বিখ্যাত ক্বারী অধ্যাপক আহমাদ নায়িনায় কুরআন তিলাওয়াত ছাড়াও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক কমিটির অন্যতম একজন সদস্য। তার কিছু তিলাওয়াত রয়েছে যা তার জীবনের শ্রেষ্ঠ ক্বারী হিসেবে বিবেচিত।

২০০৫ সালে মিশরের 'সুহাজ' প্রদেশের 'নাজম রাশওয়ান' গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে অধ্যাপক আহমাদ নায়িনায় তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে উপস্থিত সকলকে মুগ্ধ করেছেন। স্বয়ং অধ্যাপক আহমাদ নায়িনায় বিয়ের অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতের ভিডিওটা ইকনার হাতে হস্তান্তর করেছে।

মুসলিম বিশ্বের বিখ্যাত ক্বারী অধ্যাপক আহমাদ নায়িনায়া'র আল-রহমান সূরার কয়েকটি আয়াত তিলাওয়াতের ভিডিওটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ ﴿۲۴

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ﴿۲۵

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ ﴿۲۶

وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ ﴿۲۷

iqna


ট্যাগ্সসমূহ: কুরআন ، নায়িনায় ، মিশর ، ইকনা ، মুসলিম
captcha