IQNA

ইয়েমেনের শিশুদের মৃত্যুর জন্য সৌদি আরব দায়ী: জাতিসংঘ

22:47 - August 18, 2017
সংবাদ: 2603650
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ একটি প্রতিবেদনে জানিয়ে, ইয়েমেনের শিশুরা যে নানা ধরণের রোগে এবং অনাহারে মারা যাচ্ছে তার জন্য আগ্রাসী সৌদি জোট দায়ী।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জাতিসংঘের খসড়া প্রতিবেদন অনুযায়ী, আগ্রাসী সৌদি জোট ইয়েমেনের ৫০ শতাংশের বেশি শিশু মৃত্যুর জন্য দায়ী করে, যা খুব বেশী এবং অগ্রহণযোগ্য।

আগ্রাসন শুরু থেকে এই পর্যন্ত অন্তত ১২ হাজার বেসামরিক ইয়েমেনি নাগরিক নিহত ও ৩৫ হাজার আহত হয়েছে এবং নিহতদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা ৫ হাজারেরও বেশি বলে জানানো হয়েছে।৩ জাতিসংঘের ঘোষণা দেয়া পরিসংখ্যান অনুযায়ী নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এ ছাড়াও ৩৫ লাখ ইয়েমেনি হয়েছে গৃহহারা ও শরণার্থী এবং প্রায় ২ কোটি ইয়েমেনি হয়েছে খাদ্যসহ নানা ধরনের জরুরি ত্রাণ সাহায্যের মুখাপেক্ষী।

জাতিসংঘের শিশু তহবিল ‘ইউনিসেফ প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি হামলা শুরুর পর থেকে দেশটিতে প্রতিদিন গড়ে ৬-৭ টি শিশু হতাহত হচ্ছে। ইউনিসেফ’র প্রতিবেদনে আরও বলা হয়েছে হতাহতের এ পরিসংখ্যানের মধ্যদিয়ে ইয়েমেনি শিশুদের দূরাবস্থার আংশিক চিত্র ফুটে উঠেছে।

ফ্রিডম হাউজ ফাউন্ডেশন সম্প্রতি এক হিসাবে বলেছে,৫ সৌদি হামলা শুরু হওয়ার পর থেকে যুদ্ধে ২ হাজারেরও বেশী ইয়েমেনি শিশু হামলায় নিহত এবং পাঁচ বছরের কম বয়সী আরও প্রায় ১০ হাজার শিশু শ্বাস-প্রশ্বাসজনিত প্রদাহ, নিউমোনিয়া ও পানিবাহিত রোগে মারা গেছে।

ইয়েমেনে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি জুলিয়েন হার্নেস বলেছেন, ইয়েমেনের কোথাও শিশুদের নিরাপত্তা নেই। নিশ্চিন্তে ঘুমানো বা খেলার সুযোগ নেই দেশটির শিশুদের।

ইউনিসেফ’র পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ইয়েমেনে ২২ লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। তারা পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি পাচ্ছে না।৯ জেরেমি হফকিনসের রিপোর্টে দুই কোটি মানুষ খাদ্যাভাব ও দুর্ভিক্ষের মুখে বলা হয়েছে যার মধ্যে ৯৫লক্ষ শিশু রয়েছে।

সৌদি জোটের আগ্রাসী হামলার শুরু থেকে এখন পর্যন্ত সৌদি জঙ্গি বিমানগুলো ইয়েমেনের বিভিন্ন প্রদেশগুলোতে প্রতিনিয়ত বোমাবর্ষণ করে চলেছে। যার ফলে এ পর্যন্ত হাজার হাজার নারী, শিশু ও বেসামরিক ইয়েমেনি নাগরিক নিহত ও আহত হয়েছে এবং কয়েক লাখ সাধারণ মানুষ গৃহহারা হয়েছে।
iqna

captcha