IQNA

মুসলিম বিশ্ব অতীত গৌরব পুনরুদ্ধার করতে পারে: ইরানি প্রেসিডেন্ট

17:32 - September 10, 2017
সংবাদ: 2603798
আন্তর্জাতকি ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মুসলিম জগৎ হচ্ছে আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ অংশ এবং তারা ইচ্ছা করলে তাদের গৌরবোজ্জ্বল অতীত ফিরিয়ে আনতে পারে।
মুসলিম বিশ্ব অতীত গৌরব পুনরুদ্ধার করতে পারে: ইরানি প্রেসিডেন্ট
বার্তা সংস্থা ইকনা: কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রথম শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। ড. রুহানি জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন ঘটনাবলীতে মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল অতীতের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইসলামের সূর্যোদয়ের প্রথম শতাব্দিগুলোতে যে সভ্যতার বিকাশ হয়েছিল ষষ্ঠ শতাব্দিতে এসে তা ক্ষয়ে গেছে। মুসলমানদের নিষ্ক্রিয়তা ও ভোগবিলাসে নিমজ্জিত হওয়ার কারণে এই ক্ষয় দেখা দেয়। মুসলিম জাতির এই নিষ্ক্রয়িতা ও অলসতার কারণে তারা পরবর্তীতে আর কোনো উন্নয়ন ঘটাতে সক্ষম হয় নি। শুধু তাই নয়, এই নিষ্ক্রিয়তা তাদের আগের সম্পদগুলোও ধরে রাখতে বাধা সৃষ্টি করেছে।  

কিন্তু এখন আবার মুসলিম বিশ্বের পক্ষে আবিষ্কার ও সৃষ্টিশীলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এজন্য তিনি যুক্তি ও নৈতিকতা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সহিংসতা ও সন্ত্রাসবাদ পরিহার করার আহ্বান জানান।
iqna

captcha