IQNA

ইমাম হুসাইনের স্মরণ করা মানে সব ইমামদের সম্মান করা

0:34 - September 30, 2017
সংবাদ: 2603954
বহু হাদিসে ইমাম হুসাইন(আ.)-এর বিশেষ মর্যাদা সম্পর্কে বর্ণিত হয়েছে। যেমন: হুসাইন হেদায়েতের বাতি ও মুক্তির তরি। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আমরা সবাই হেদায়েতের বাতি ও মুক্তির তরি কিন্তু হুসাইনের তরি হচ্ছে বৃহৎ ও দ্রুতগতি সম্পন্ন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম হুসাইনের বিশেষ মর্যাদা সম্পর্কে বিহারুল আনওয়ার গ্রন্থে বর্ণিত হয়েছে: إِنَّ اللَّهَ تَعَالَى عَوَّضَ الْحُسَیْنَ(ع) مِنْ قَتْلِهِ أَنْ جَعَلَ الْإِمَامَةَ فِی ذُرِّیَّتِهِ وَ الشِّفَاءَ فِی تُرْبَتِهِ وَ إِجَابَةَ الدُّعَاءِ عِنْدَ قَبْرِه  মহান আল্লাহ ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে ইমামতকে তার উরসে দান করেছেন, তার কবরের মাটিতে শাফা বা মুক্তি দান করেছেন, তার মাজারে দোয়া করলে তা কবুল হবে।

একদিন হুসাইন (আ.) মহানবীর পবিত্র ঊরুর ওপর বসেছিলেন। তিনি তাঁকে চুমো দিচ্ছিলেন এবং তাঁকে বলছিলেন:

انت السیّد ابن السیّد ابو السادة- انت الامام ابن الامام ابو الائمة- انت الحجة ابن الحجة ابو الحجج تسعة من صلبک و تاسعهم قائمهم (حجّ)

তুমি নেতা, নেতার সন্তান ও নেতাদের পিতা, তুমি ইমাম, ইমাম-পুত্র ও ইমামদের পিতা; তুমি মহান আল্লাহর নিদর্শন পুরুষ,নিদর্শন পুরুষের সন্তান এবং নয়জন নিদর্শন পুরুষের পিতা। আর এদের মধ্যে নবম নিদর্শন পুরুষই হচ্ছে ইমাম মাহদী।

একদিন মহানবী বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই শিশু হাসান ও হুসাইনের কান্নার শব্দ শুনতে পেলেন। মহানবী হযরত ফাতেমার দিকে দ্রুত অগ্রসর হয়ে বললেন,"আমার দৌহিত্রদ্বয় কাঁদছে কেন?” তখন হযরত ফাতেমা তাঁকে বললেন,"ওরা তৃষ্ণার্ত,তাই পানি চাচ্ছে।” মহানবী এ কথা শুনে পানির খোঁজে গেলেন। কিন্তু পানি পেলেন না। তাই তিনি নিজের পবিত্র জিহ্বা হাসান ও হুসাইনের মুখের ভেতর রাখলেন এবং এর ফলে শিশু ভ্রাতৃদ্বয় কান্না থামালেন। আরো অনেক সময় মহানবী ইমাম হাসান ও হুসাইনের মুখের ভেতর জিহ্বা রেখেছেন এবং তাঁরাও তাঁর জিহ্বা চুষে তৃষ্ণা মিটিয়েছেন।

নিজের গাল হুসাইনের গালের সাথে মিশিয়ে বললেন: حسین منی و انا من حسین، احبّ الله من احبّ حسینا. الحسین سبط من الاسباط

হুসাইন আমা হতে আমিও হুসাইন হতে। যে হুসাইনকে ভালবাসবে আল্লাহ্ও তাকে ভালবাসবেন। হুসাইন সৎ কাজের ক্ষেত্রে যেন নিজেই একটি জাতি।

কখনো কখনো হুসাইন মহানবীর কাছে আসতেন। তখন তিনি হযরত আলীকে বলতেন: হে আলী, ওকে ধরো এবং আমার কাছে নিয়ে এসো।” হযরত আলী হুসাইনকে ধরে মহানবীর কাছে নিয়ে আসতেন এবং মহানবী তাঁকে ধরে চুম্বন করতেন। শাবিস্তান
captcha